Bangladesh On PM Narendra Modi's Vijay Diwas Post: 'ভারত শুধু সঙ্গী ছিল', বিজেয় দিবসে প্রধানমন্ত্রী মোদীর পোস্টে বিড়ম্বনা বাড়ল বাংলাদেশের

বিজয় দিবসে নরেন্দ্র মোদীর করা পোস্ট নিয়ে উষ্মা প্রকাশ করা হয় বাংলদেশের তরফে। বাংলাদেশের মন্ত্রী নজরুল লেখেন, ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবস নিয়ে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করা হচ্ছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জয়ী হয়। ওই জয়ের সঙ্গী অর্থাৎ মিত্র ছিল ভারত। এর বেশি কিছু নয় বলে মন্তব্য করা হয় ইউনুসের তদারকি সরকারের তরফে।

PM Narendra Modi (Photo Credit: ANI/X)

দিল্লি, ১ ডিসেম্বর: বিজয় দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) পোস্ট দেখে ফের চটল বাংলাদেশ (Bangladesh)। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি পোস্ট করেন। ১৯৭১ সালের বিজয় যুদ্ধে যে সমস্ত ভারতীয় জওয়ান শহিদ হন, তাঁদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নরেন্দ্র মোদী। বিজয় দিবসে ভারতীয় জওয়ানদের সাহস এবং বলিদানকে কুর্ণিশ জানান প্রধানমন্ত্রী। ভারতীয় (Indian Army) সেনার এই বলিদান পরবর্তী প্রজন্মকে উদ্ভুদ্ধ করবে বলেও নিজের পোস্টে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

বিজয় দিবসে নরেন্দ্র মোদীর করা পোস্ট নিয়ে উষ্মা প্রকাশ করা হয় বাংলদেশের তরফে। বাংলাদেশের মন্ত্রী নজরুল লেখেন, ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবস নিয়ে মন্তব্য করেছেন, তার বিরোধিতা করা হচ্ছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জয়ী হয়। ওই জয়ের সঙ্গী অর্থাৎ মিত্র ছিল ভারত। এর বেশি কিছু নয় বলে মন্তব্য করা হয় ইউনুসের তদারকি সরকারের তরফে।

বিজয় দিবস নিয়ে দেখুন কী লিখলেন প্রধানমন্ত্রী...

 

সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিষয় নিয়ে সরব দিল্লি। হিন্দুদের উপর ক্রমাগত অত্যাচারের পরও ইউনুস সরকারে কেন কোনও পদক্ষেপ করছে না, সে বিষয়ে বিদেশ মন্ত্রকের তরফে প্রশ্ন তোলা হয়। যা নিয়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উত্তাপ বাড়ছে। এসবের মাঝে ফের বিজয় দিবস নিয়ে প্রধানমন্ত্রীর ট্যুইটের পরপরই মুখ খোলা হয় বাংলাদেশের তরফে।