Bangladesh PM Sheikh Hasina Thanked PM Modi: করোনা বিধ্বস্ত উহান থেকে ২৩ জন বাংলাদেশি ছাত্রকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ শেখ হাসিনার

মারণ ভাইরাস করোনার ত্রাসে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনায় বসেছিলেন রবিবার। এদিন বিকেলে ভিডিও কনফারেন্সে চলে আলোচনা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। কারণ হল, গতমাসে করোনা ত্রস্ত উহান থেকে ২৩জন বাঙলাদেশি পড়ুয়া উদ্ধার হয়েছেন। ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই তাঁদের উদ্ধার করা হয়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, এই ঘটনায় নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও।

শেখ হাসিনা (Photo: ANI)

নতুন দিল্লি, ১৬ মার্চ: মারণ ভাইরাস করোনার ত্রাসে কাঁপছে বিশ্ব। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা আলোচনায় বসেছিলেন রবিবার। এদিন বিকেলে ভিডিও কনফারেন্সে চলে আলোচনা। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জ্ঞাপন করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh PM Sheikh Hasina)। কারণ হল, গতমাসে করোনা ত্রস্ত উহান থেকে ২৩জন বাঙলাদেশি পড়ুয়া উদ্ধার হয়েছেন। ভারতীয় পড়ুয়াদের সঙ্গেই তাঁদের উদ্ধার করা হয়। তবে শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, এই ঘটনায় নরেন্দ্র মোদির (PM Modi) প্রশংসায় পঞ্চমুখ মালদ্বীপ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীও।

গত শুক্রবারই করোনাভাইরাস প্রতিরোধে সার্কভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বার্তালাপ করছেন নরেন্দ্র মোদি। এই আলোচনায় COVID-19 আপৎকালীন তহবিলের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। বলেন,''কোভিড ১৯ আপৎকালীন তহবিল গঠনের প্রস্তাব দিচ্ছি। সদস্য দেশগুলি স্বেচ্ছায় অর্থদান করতে পারে। শুরুটা ১০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে করতে পারে ভারত। চিকিৎসক ও বিশেষজ্ঞদের দল তৈরি রেখেছি ভারতে। পরীক্ষা ব্যবস্থার সামগ্রী ও অন্যান্য সরঞ্জামও প্রস্তুত রাখা হয়েছে। আপনাদের দরকার পড়লে তাঁরা পৌঁছে যাবেন।'' আরও পড়ুন-  Coronavirus Scare In West Bengal: করোনাভাইরাসের কারণে ৪ দিন বন্ধ থাকছে কলকাতা হাইকোর্টের শুনানি, একাধিক নিষেধাজ্ঞা বেলুড় মঠে

রবিবার ফের এনিয়ে ভিডিও কনফারেন্সে বৈঠক হয় সেখানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবেয়া রাজাপক্ষে বলেন, ''করোনা নিয়ে আমাদের অভিজ্ঞতা, ভাবনা, প্রস্তুতি ও চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য নিয়ে আলোচনার ব্যবস্থা করার জন্য প্রথমেই নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি।'' একই মত প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি বলেন,''গুরুত্বপূর্ণ ও সময়োচিত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাচ্ছি।''  সহমত প্রকাশ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটায় শেরিং। তিনি বলেন, ''প্রধানমন্ত্রী মোদির অসাধারণ নেতৃত্বের জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার নেতৃত্বেই সবাই একসঙ্গে আসতে পেরেছি।'' এই সময়ই বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, ''প্রধানমন্ত্রী মোদির উদ্যোগকে ধন্যবাদ জানাচ্ছি। চিনের উহান প্রদেশে আটকে থাকা আমাদের ২৩ জন পড়ুয়াকে ভারতীয়দের সঙ্গে উদ্ধার করার জন্যেও ওনার ধন্যবাদ প্রাপ্য। ''