Bangladesh Job Quota Protest: অগ্নিগর্ভ বাংলাদেশের উপর নজর রাখছেন বিদেশমন্ত্রী, কত ভারতীয় নাগরিক পড়শি দেশে রয়েছেন, হিসেব দিল বিদেশ মন্ত্রক

রণধীর বলেন, বাংলাদেশে এই মুহূর্তে ভারত থেকে যাওয়া ৮৫০০ পড়ুয়া রয়েছেন। সেই সঙ্গে ১৫ হাজার ভারতীয় নাগরিক। ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত সব সময় পরিস্থিতি নিয়ে আপডেট করছেন বলে জানান রণধীর জয়সওয়াল।

Randhir Jaiswal.jpg (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১৯ জুলাই: কোটা বিরোধী আন্দোলনে ( Job Quota Protest) উত্তাল বাংলাদেশ (Bangladesh)। বাংলাদেশ কোটা বিরোধী আন্দোলনে ইতিমধ্যেই একাধিক প্রাণ গিয়েছে। ফলে এই মুহূর্তে বাংলাদেশ ভ্রমণ নিয়ে সতর্কতা জারি করেছে বিদেশ মন্ত্রক (MEA)। খুব প্রয়োজন না হলে কেউ বাংলাদেশে এখন যাবেন না। আর যাঁরা সে দেশে বসবাস করছেন,তাঁরা সব সময় ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখুন বলে জানানো হয়েছে। কোটা বিরোধী আন্দোলনে উত্তাল বাংলাদেশ নিয়ে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal)।

রণধীর বলেন, বাংলাদেশে এই মুহূর্তে ভারত (India) থেকে যাওয়া ৮৫০০ পড়ুয়া রয়েছেন। সেই সঙ্গে ১৫ হাজার ভারতীয় নাগরিক। ঢাকার ভারতীয় রাষ্ট্রদূত সব সময় পরিস্থিতি নিয়ে আপডেট করছেন বলে জানান রণধীর জয়সওয়াল। পাশাপাশি বাংলাদেশে যে সমস্ত ভারতীয় রয়েছেন,তাঁদের পরিবারের সঙ্গেও সমানে যোগাযোগ করা হচ্ছে এবং সে দেশের পরিস্থিতি সম্পর্কে অবগত করা হচ্ছে বলে জানান বিদেশ মন্ত্রকের মুখপাত্র। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) নিজে পরিস্থিতির উপর সব সময় নজর রাখছেন বলেও জানান জয়সওয়াল।

আরও পড়ুন: Bangladesh Job Quota Protest: কোটা বিরোধী আন্দোলনে রণক্ষেত্র বাংলাদেশ, সংবাদমাধ্যমের অফিসে আগুন বিক্ষোভকারীদের

ভারতের যে নাগরিকরা বাংলাদেশে রয়েছেন,  তাঁরা যাতে সুস্থ এবং নিরাপদে থাকেন, বিদেশ মন্ত্রকের নজর সেদিকে সব সময় রয়েছে বলে রণধীর জয়সওয়াল জানান সাংবাদিক সম্মেলনে।



@endif