BSP Leader K Armstrong Death: নিজের বাসভবনে নিয়ে আসা হল তামিলনাড়ুর বিএসপি নেতা আর্মস্ট্রংয়ের মরদেহ
ইতিমধ্যেই এই ঘটনায় ৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করে ফেলেছে পুলিশ। এদিকে শনিবার সন্ধ্যা প্রয়াত বহুজন সমাজবাদী পার্টির নেতার মরদেহ আনা হয় তাঁর বাসভবনে।
গত শুক্রবার রাতে চেন্নাইয়ে প্রকাশ্য রাস্তায় খুন করা হয় তামিলনাড়ুর বিএসপি (Bahujan Samaj Party) রাজ্য সভাপতি কে আর্মস্ট্রংকে। নৃশংস এই হত্যাকাণ্ডের মোটিভ কী, ২৪ ঘন্টা পেরোলেও তা উদ্ধার করতে পারেনি তামিলনাড়ু পুলিশ। তবে ই এখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। এদিন বিএসপি-র রাজ্য সভাপতির মৃতদেহকে দেখতে পেরাম্বুরে তাঁর বাড়ির সামনে ভিড় জমান কর্মী সমর্থকেরা।
চেন্নাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনা আসরা গর্গ জানিয়েছেন, "ঘটনার তদন্ত দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে। তদন্ত যত এগোবে খুনের কারণ তত স্পষ্ট হয়ে উঠবে। আমরা মোট ১০ দল গঠন করে তদন্ত শুরু করে দিয়েছি। ইতিমধ্যেই ৮ জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। আগামী দিনে তাঁদের জিজ্ঞাসাবাদ করেই খুনের বিষয়ে সব জানা যাবে"। যদিও বিএসপি কর্মী সমর্থকদের রাজ্য পুলিশের ওপর কোনও ভরসাই নেই। তাঁদের দাবি এই ঘটনার তদন্ত সিবিআই করুক।
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় নিজের বাড়ির সামনে কর্মী সমর্থকদের সঙ্গে আলোচনা করছিলেন বিএসপির রাজ্য সভাপতি। সেই সময় তিনটি বাইকে মোট ছয়জন যুবক ডেলিভারি বয় সেজে এলাকায় ঢোকে। কে আর্মস্ট্রংকে কাছে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তাঁকে। তারপর এলাকা ছেড়ে তাঁরা চম্পট দেয়। এরপর কর্মী সমর্থকরাই তাঁর দেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।