Caste Census : বিহারে জাতিগত জনগণনা প্রকাশের পর এবার উত্তরপ্রদেশেও উঠল একই দাবি

বিহারের মতনই এবার উত্তরপ্রদেশ সরকারকেও জাতিগত জনগননা করার জন্য দাবি জানান বিএসপি সুপ্রিমো মায়াবতী

বিএসপি নেত্রী মায়াবতী (Photo Credits: IANS)

বিহারে জাতিগত গননার পর এবার উত্তরপ্রদেশে এই দাবি নিয়ে সরব হলেন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী। নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, "বিহার সরকারের তৈরী জাতিগত জনগননার তথ্য এখন খবরে রয়েছে। এবং এই নিয়ে বিভিন্ন আলোচনাও চলছে। বেশ কিছু দল এই নিয়ে অস্বস্তিতে রয়েছে। কিন্তু বিএসপির ক্ষেত্রে  ওবিসি দের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য এটি প্রথম পদক্ষেপ।  "

সম্প্রতি প্রকাশ হয়েছে জাতিগত গননার কাজ। সেখানে বিহারে ৬৩ শতাংশ অনগ্রর শ্রেণী সম্প্রদায়ের। এর থেকেও অতিরিক্ত অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের আওয়ায় রয়েছেন ৩৬ শতাংশ মানুষ। এছাড়া জেনারেল কাস্টের তালিকায় রয়েছেন ১৫ শতাংশ মানুষ। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

 



@endif