Badlapur:বদলাপুর কাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যুতে খুশির ছবি মহারাষ্ট্রে, চলছে মিষ্টি বিতরণ, দেখুন ভিডিয়ো

বধূ নির্যাতনের মামলার তদন্তের জন্য গাড়ি করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। পথে আচমকা এক পুলিশকর্মীর রিভল্ভার ছিনিয়ে নিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অক্ষয়।

বদলাপুর স্টেশনে মিষ্টি বিতরণ (ছবিঃX@Times of India)

নয়াদিল্লিঃ পুলিশের(Police) এনকাউন্টারে(Encounter) মৃত্যু বদলাপুরে স্কুলছাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায়(Badlapur Sexual Assault Case) মূল অভিযুক্ত অক্ষয় শিন্ডের(Akshay Shinde)। আর এই কুখ্যাত অক্ষয়ের মৃত্যুতে কার্যত উৎসবে মেতেছে মহারাষ্ট্রবাসী। এই উপলক্ষে মঙ্গলবার বদলাপুর রেল স্টেশনে মিষ্টি বিতরণ করলেন শিবসেনা শিবিরের কর্মী সমর্থকেরা। পথ চলতি যাত্রীদের হাতে তুলে দেওয়া হল লাড্ডু। এ দিন সকাল থেকেই নানা পোস্টার নিয়ে বদলাপুর স্টেশনে হাজির হন একদল মানুষ। এরপরই শুরু হয় মিষ্টি মুখ করানোর কাজ। প্রসঙ্গত, সোমবার রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় বদলাপুর কাণ্ডে ধৃত অক্ষয়ের। পুলিশ সূত্রে খবর, এ দিন তার বিরুদ্ধে দায়ের হওয়া বধূ নির্যাতনের মামলার তদন্তের জন্য গাড়ি করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছিল তাকে। পথে আচমকা এক পুলিশকর্মীর রিভল্ভার ছিনিয়ে নিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অক্ষয়। পাল্টা গুলি চালান পুলিশ অফিসার। তবে পুলিশের গুলিতে গুরুতর জখম হয় অক্ষয়। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় তার।

বদলাপুর কাণ্ডের মূল অভিযুক্তের মৃত্যুতে খুশির ছবি মহারাষ্ট্রে