Baba Siddique: বাবা সিদ্দিকির হত্যার সময়ে ছিলেন না এক দেহরক্ষী, মুম্বই পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে নিরাপত্তাকর্মীরা
গত ১২ অক্টোবর পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসে এসেছেন বাবা সিদ্দিকি। সেই সময়ে তাঁর সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন ছেলের অফিস থেকে বের হন তখন তাঁর সঙ্গে একজনই নিরাপত্তারক্ষী ছিলেন।
মুম্বই, ১৮ অক্টোবরঃ এনসিপি (অজিত পাওয়ারপন্থী) নেতা বাবা সিদ্দিকি হত্যাকাণ্ডের তদন্ত করছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Crime Branch)। ঘটনার এক সপ্তাহ পর তদন্তকারী অফিসাররা ডেকে পাঠালেন বাবার তিন নিরাপত্তারক্ষীকে। যাদের মধ্যে দুজন ওই ঘটনার দিন তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। যদিও পরে জানা যায়, ঘটনার সময়ে কেবলমাত্র একজন নিরাপত্তাকর্মীই বাবা সিদ্দিকির সঙ্গে ছিলেন। তিন দেহরক্ষীই বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে।
মুম্বই পুলিশের তরফে মহারাষ্ট্রের প্রাক্তন নেতার জন্যে ‘2+1’ সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছিল। যাদের মধ্যে দুজন দিনের বেলায় বাবা সিদ্দিকির নিরাপত্তার দিকটি দেখতেন। বাকি একজন রাতের দায়িত্বে ছিলেন। পুলিশ সূত্রে খবর, গত ১২ অক্টোবর পূর্ব বান্দ্রায় ছেলে জিশানের অফিসে এসেছেন বাবা সিদ্দিকি। সেই সময়ে তাঁর সঙ্গে দুজন নিরাপত্তারক্ষী ছিলেন। রাত সাড়ে ৮টা নাগাদ তিনি যখন ছেলের অফিস থেকে বের হন তখন তাঁর সঙ্গে একজনই নিরাপত্তারক্ষী ছিলেন। রাত সাড়ে ৯টা নাগাদ দুষ্কৃতীরা গুলি চালিয়ে খুন করে ৬৬ বছরের বাবা সিদ্দিকিকে।
পুলিশ সূত্রে খবর, বাবা সিদ্দিকিকে খুন করতে তিন ব্যক্তি এসেছিলেন। তাঁদের মধ্যে গুলি চালান কেবল একজনই, শিবকুমার গৌতম। গৌতম এখনও পলাতক। তবে বাকি দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।