Baba Siddique Murder: বাবা সিদ্দিকির জীবনের মূল্য মাত্র ৫০,০০০ টাকা!

চক্রান্তকারীরা তিন অভিযুক্তকে ৫০,০০০ করে টাকা দিয়েছিল বাবা সিদ্দিকিকে খুনের জন্যে। কাজ সম্পন্ন করার পর আরও টাকা দেওয়া হবে বলেও টোপ দেওয়া হয়।

Baba Siddique (Photo Credits: X)

মুম্বই, ১৫ অক্টোবরঃ এনসিপি (অজতপন্থী) নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবা সিদ্দিকির (Baba Siddique) জীবনের মূল্য মাত্র ৫০,০০০ টাকা! পঞ্চাশ হাজার টাকার বরাতে বাবাকে খুন করেছে তিন আততায়ী, এমন তথ্যই প্রকাশ করেছে মুম্বই পুলিশ। চক্রান্তকারীরা অভিযুক্ত তিন আততায়ীকে ৫০,০০০ টাকা করে দিয়েছিল। সেই মূল্যের বিনিময়ে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়েছে এনসিপি নেতাকে। তবে বাবা একা নন, দুষ্কৃতীদের নিশানায় ছিলেন ছেলে জিশান সিদ্দিকিও। বাবা এবং ছেলের মধ্যে প্রথমে সামনে যিনি পড়বেন তাঁকেই খুন করার নির্দেশ দেওয়া হয়েছিল অভিযুক্ত গুরমেল বলজিৎ, ধর্মরাজ কাশ্যব এবং শিবকুমার গৌতমকে। তিন অভিযুক্তের মধ্যে দুজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। শিবকুমার এখনও পলাতক। তার খোঁজ চালাচ্ছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। গ্রেফতার হয়েছে একজন চক্রীও।

পুলিশ সূত্রে খবর, চক্রান্তকারীরা তিন অভিযুক্তকে ৫০,০০০ করে টাকা দিয়েছিল বাবা সিদ্দিকিকে খুনের জন্যে। কাজ সম্পন্ন করার পর আরও টাকা দেওয়া হবে বলেও টোপ দেওয়া হয়। কাজের বরাত পেয়ে দীর্ঘদিন বাবা এবং জিশানের গতিবিধির উপর নজর চালাচ্ছিল অভিযুক্তরা। এরপর শনিবার, ১২ অক্টোবর রাতে নির্মল নগর এলাকায় অফিসের বাইরে বাবা সিদ্দিকিকে দেখতে পেয়ে গুলি চালায় অভিযুক্ত শিবকুমার। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা এনসিপি নেতাকে মৃত বলে জানিয়ে দেন।

মুম্বই পুলিশ জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের কাজ থেকে দুটি বন্দুক ছাড়াও 'পেপার স্প্রে' উদ্ধার হয়েছে। বাবা সিদ্দিকির উপর গুলি চালানোর আগে নিরাপত্তারক্ষীদের কাবু করতেই সঙ্গে করে পেপার স্প্রে এনেছিল অভিযুক্তরা। গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত সহ এক চক্রীকে রবিবারই মুম্বইয়ের এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। বিচারক তিজনকেই ২১ অক্টোবর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।