Lok Sabha: মোদীর অস্বস্তি বাড়াতে লোকসভায় রাহুল গান্ধীর সঙ্গে প্রথম সারিতেই বসলেন অযোধ্যার সাংসদ
তৃতীয় বার দেশের মসনদে বসে নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কিন্তু এবার লোকসভা ভোটের ফল মোদীকে হতাশ করেছে। ৪০০ পারের লক্ষ্যে নেমে ২৪০-এই থমকে যেতে হয়েছে বিজেপিকে।
নতুন দিল্লি, ২৪ জুন: তৃতীয় বার দেশের মসনদে বসে নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) কিন্তু এবার লোকসভা ভোটের ফল মোদীকে হতাশ করেছে। ৪০০ পারের লক্ষ্যে নেমে ২৪০-এই থমকে যেতে হয়েছে বিজেপিকে। অথচ অর্থবল, প্রশাসনিক বল, কর্পোরেট সাহায্য, মূলধারার মিডিয়ার সাহায্য সবই ছিল বিজেপির দিকে। কিন্তু এরপরেও আমেথিতে স্মৃতি ইরানি, কোচবিহারে নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার সহ মোট ১৯ জন কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপির ৯০ জন সাংসদকে হারতে হয়। তবে ওইসব ধাক্কার মধ্যে মোদীকে সবচেয়ে হতাশ করে অযোধ্যার কেন্দ্র ফৈজাবাদ লোকসভা আসনের হারটাই।
মোদীর অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের বিষয়টা গোটা দেশে ছড়িয়ে দিয়ে প্রচারে নেমেছিল বিজেপি। কিন্তু সেই অযোধ্যাতেই হারতে হয়েছে মোদীকে। এই অস্বস্তির বিষয়টাকে ১৮তম লোকসভা অধিবেশনের প্রথম দিনটা তুলে ধরল ইন্ডিয়া জোট। সংসদে রাহুল গান্ধী, অখিলেশ যাদবের সঙ্গে প্রথম সারিতে বসলেন অযোধ্যার সমাজবাদী পার্টির সাংসদ তথা দলিত নেতা অবধেশ পাসি (Awadhesh Pasi)। মোদী লোকসভায় বক্তব্য রাখতে ওঠার সময় রাহুল গান্ধী যখন সংবিধানের বই তুলে দেখাচ্ছিলেন, তখন তাঁর পাশে বসে অযোধ্যার সাংসদের দিকে তাকান মোদী। ইন্ডিয়া জোটের নেতারা চেয়েছিলেন অযোধ্যায় বিজেপির হারটাকে লোকসভা অধিবেশনের প্রথম দিনে তুলে ধরতে। আর তাই একেবারেই প্রথম সারিতে অযোধ্যার সাংসদকে বসানো হয়।
দেখুন ছবিতে
প্রসঙ্গত, ফৈজাবাদ লোকসভা আসনে বিজেপির গত দু'বারের সাংসদ লাল্লু সিং-কে ৫৪ হাজার ৫৬৭ ভোটে অপ্রত্যাশিতভাবে হারান এসপি নেতা অবধেশ প্রসাদ। অথচ অযোধ্যায় রামমন্দিরের প্রচারের সবটাই কেড়ে নিয়েছিলেন মোদী। একেবারে হাওয়ার বিপরীতে গিয়ে ভারতয়ী রাজনীতির ঐতিহাসিক জয় ছিনিয়ে আনেন অখিলেশের দলের অবধেশ।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)