IPL Auction 2025 Live

Ayodhya Airport : রেকর্ড সময়ে তৈরী করা হয়েছে অযোধ্যা এয়ারপোর্ট, জানালেন এআইএ চেয়ারম্যান সঞ্জীব কুমার

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে ৮২১ একর জমি দেওয়া হয়েছিল বিমানবন্দরের উন্নতির জন্য

Maharishi Valmiki International Airport Ayodhya Dham Photo Credit: Twitter@ANI

মাত্র ২০ মাসেই সম্পন্ন করা হয়েছে অযোধ্যার মহর্ষী বাল্মিকী এয়ারপোর্ট জানালেন এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সঞ্জীব কুমার।গত বছরের এপ্রিলে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে কাজ শুরু করেছিল এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া।

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে ৮২১ একর জমি দেওয়া হয়েছিল বিমানবন্দরের  উন্নতির জন্য।

এই বিষয়ে তিনি জানান, " আকাশপথে যোগাযোগ অযোধ্যার জন্য গুরুত্বপূর্ণ। যত বেশি যাত্রী হবে তত বেশি অযোধ্যার সঙ্গে যোগাযোগ বাড়বে, আমরা এয়ারপোর্ট অথোরিটি এই কাজের ক্ষেত্রে খুব খুশি।আমি বিশ্বাস করি অযোধ্যার মানুষও ভীষণ খুশি।"

ব্যাবসা ও পুণ্যার্থীদের সমাগম এই এলাকায় বাড়ার ফলে এখানকার মানুষেরও উন্নতি হবে বলে মনে করা হচ্ছে।

সরকারী তথ্য অনুযায়ী এই এয়ারপোর্টে থাকে ২২০০ মিটার লম্বা রানওয়ে। যেখানে A321 ধরনের এয়ারক্রাফটও নামতে বা উড়তে পারবে। থাকছে দুটি ট্যাক্সিওয়ে।  ৮টি  A321 পার্কিং করার জায়গা। এর পাশাপাশি দ্বিতীয় দফায় ৫০ হাজার স্কোয়্যার কিলোমিটার টার্মিনাল বিল্ডিং তৈরীর প্রস্তুতি চলছে যেখানে ব্যস্ত সময়ে ৪০০০ এবং বার্ষিক ৬০ লক্ষ যাত্রীর সমাগম হবে।