Aurangabad Train Accident: ক্লান্ত হয়ে রেললাইনের ওপরেই ঘুম, ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি, মৃত সকলেই

মহারাষ্ট্রের আওরঙ্গবাদ জেলায় রেল লাইনের ওপর ঘুমন্ত ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে মালগাড়ি চলে যায়। ANI-র টুইট অনুযায়ী, শুক্রবার সকালে কারমাদের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রেলওয়ের এক আধিকারিকের বিবরণ অনুযায়ী, মালবাহী ট্রেনটি সাউথ সেন্ট্রাল রেলওয়ের নান্দেদ ডিভিশনের (এসসিআর) জালনা এবং আওরঙ্গাবাদের মধ্যে ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে যায়। আহত হয়েছেন প্রায় ৫ জন, মৃত ১৪। তাদের আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। দক্ষিণ মধ্য রেলপথের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) (এসসিআর) জানান, পরিস্থিতি যাচাই করতে আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫.১৫-র দিকে এই ঘটনাটি ঘটে।

১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে গেল মালগাড়ি (Photo Credits: ANI)

কারমাদ, ৮ মে: মহারাষ্ট্রের আওরঙ্গবাদ (Aurangabad) জেলায় রেল লাইনের ওপর ঘুমন্ত ১৪ জন পরিযায়ী শ্রমিকের (Migrant Workers) ওপর দিয়ে মালগাড়ি (Goods Train Accident) চলে যায়। ANI-র টুইট অনুযায়ী, শুক্রবার সকালে কারমাদের কাছে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। রেলওয়ের এক আধিকারিকের বিবরণ অনুযায়ী, মালবাহী ট্রেনটি সাউথ সেন্ট্রাল রেলওয়ের নান্দেদ ডিভিশনের (এসসিআর) জালনা এবং আওরঙ্গাবাদের মধ্যে ১৪ জন পরিযায়ী শ্রমিকের ওপর দিয়ে চলে যায়। আহত হয়েছেন প্রায় ৫ জন, মৃত ১৪। তাদের আওরঙ্গবাদ সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। দক্ষিণ মধ্য রেলপথের প্রধান জনসংযোগ কর্মকর্তা (সিপিআরও) (এসসিআর) জানান, পরিস্থিতি যাচাই করতে আরপিএফ এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। শুক্রবার ভোর ৫.১৫-র দিকে এই ঘটনাটি ঘটে।

পিটিআইয়ের খবর অনুযায়ী, শুক্রবার মাল গাড়ির তলায় চাপা পড়ে মারা গেছেন ১৪ জন পরিযায়ী শ্রমিক। থানার এক আধিকারিক জানিয়েছেন, শ্রমিকরা জলসা থেকে ভূসাওয়াল যাচ্ছিলেন, তারা মধ্যপ্রদেশে ফিরে আসছিলেন। ক্লান্ত হয়ে শ্রমিকরা রেললাইনের ওপরই ঘুমিয়ে পড়েন। কোভিড -১৯ -র প্রেক্ষিতে দেশজুড়ে লকডাউনের জেরে ভারত বর্তমানে তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। লকডাউনের সময় প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে রেল কেবল ফ্রেইট এবং বিশেষ পার্সেল ট্রেনগুলি চালাচ্ছে। জাতীয় ট্রান্সপোর্টার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী, মেল এবং এক্সপ্রেস ট্রেনগুলির নিয়মিত পরিষেবা স্থগিত করেছে। আরও পড়ুন, ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ৯২, মৃতের সংখ্যা বেড়ে ৭৯

এই মাসের শুরুতে, ভারতীয় রেল বিভিন্ন রাজ্যের আটকে পড়া শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক এবং শিক্ষার্থীদের তাদের ঘরে ফেরার জন্য 'শ্রমিক বিশেষ' ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের বিশেষ ট্রেন চালানোর দাবিতে রেলওয়ে এই সিদ্ধান্ত নিয়েছিল। মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে। গোটা ঘটনাটির তদন্ত করছে পুলিশ।