Atishi Admitted To Hospital: জলের দাবিতে ৫ দিন ধরে অনশন, হাসপাতালে ভর্তি হলেন দিল্লির জলমন্ত্রী অতিশী
গতকাল আপ সাংসদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল এবং সাগরিকা ঘোষরা। এই লড়াইয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে অতিশীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে বার্তা দেন।
নয়াদিল্লিঃ দিল্লির (Delhi) জলসঙ্কট (Water Crisis) সমাধানের দাবি জানিয়ে গিত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেছেন জলমন্ত্রী অতিশী (Atishi)। আর টানা অনশনের ফলে অবনতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার। সোমবার মধ্যরাতে তাঁকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করে হয়েছে। বিগত ৫ দিন ধরে কিছু না খেয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। আপ সাংসদ সঞ্জয় বলেন, "ওঁর সুগার লেভেল কমে গিয়েছে। সুগার লেভেল ৪৩ তে ঠেকেছে। ডাক্তাররা তাই হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। নইলে বড় কোনও বিপদ হতে পারত। ডাক্তারের কথামতো ওঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে" পাঁচদিন ধরে কিছু না খাওয়ার ফলেই শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানান সঞ্জয়। তাঁর কথায়, "পাঁচদিন ধরে কিছু মুখে তুলছেন না। শরীর খারাপ তো হবেই। নিজের জন্য নয়, দিল্লিবাসীর জন্য লড়াই করছিলেন তিনি। কিন্তু শরীর সঙ্গ দিল না।" শারীরিক অবস্থার কথা বিচার করে গতকালই আপ সাংসদকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু তাতে রাজি হননি তিনি। কিন্তু রাতে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় শেষমেশ হাসপাতালে ভর্তি হন। প্রসঙ্গত, গতকাল আপ সাংসদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, প্রতিমা মণ্ডল এবং সাগরিকা ঘোষরা। এই লড়াইয়ে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন তৃণমূল সাংসদরা। অন্যদিকে অতিশীর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী জেল থেকে বার্তা দেন, "তৃষ্ণার্তকে জল দেওয়া আমাদের দেশের সংস্কৃতি। এই নিয়ে রাজনীতি করা উচিত নয়।"