Atiq Ahmed Killing: আতিক আহমদের ভাঙা অফিস থেকে উদ্ধার রক্তমাখা ছুরি, তদন্ত

সম্প্রতি পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনে গুলি করা হল আতিক আহমেদ এবং তার ভাই আশরফ আহমেদকে। ছেলে আসাদের পুলিশের এনকাউন্টারের কয়েক ঘণ্টার মধ্যে প্রায় প্রকাশ্যে আতিক আহমেদ এবং তার ভাইকে খুন করা হয়।

Atiq Ahmed Killing (Photo Credit: File Photo/IANS)

দিল্লি, ২৪ এপ্রিল: নিহত গ্যাংস্টার আতিক আহমেদের (Atiq Ahmed) অফিস থেকে রক্তাক্ত ছুরি উদ্ধার করল পুলিশ। সোমবার উত্তরপ্রদেশের চাকিয়ায় আতিকের ভাঙা অফিসে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেই একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয় বলে খবর। সেই সঙ্গে আতিক আহমেদের যে অফিস ভাঙা হয়েছে, সেখানকার একটি সোফার নীচ থেকে রক্তমাখা কাপড়ের টুকরো উদ্ধার করা হয়েছে বলে খবর। সোমবারের ওই ঘটনার পরই উত্তরপ্রদেশ পুলিশের তরফে ফরেন্সিক বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়। ওই সাদা কাপড়ের টুকরো এবং ছুরি কার, সে বিষয়ে খোঁজ শুরু করেছে ফরেন্সিক দল।

আরও পড়ুন: Atiq Ahmad Killing: আতিক আহমেদের স্ত্রীকে ভোটে দাঁড় করাতে চান বসপা নেতা, দিলেন কারণ

সম্প্রতি পুলিশ এবং সংবাদমাধ্যমের সামনে গুলি করা হল আতিক আহমেদ এবং তার ভাই আশরফ আহমেদকে। ছেলে আসাদের পুলিশের এনকাউন্টারের কয়েক ঘণ্টার মধ্যে প্রায় প্রকাশ্যে আতিক আহমেদ এবং তার ভাইকে খুন করা হয়। যা নিয়ে প্রায় গোটা দেশ জুড়ে জোর চর্চা শুরু হয়ে যায়।