Attibele Fire: কর্নাটকের আতশবাজির দোকানে অগ্নিকাণ্ডের জেরে মৃত কমপক্ষে ১২, ভয়ানক ভিডিয়ো

আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হল কমপক্ষে ১২ জন কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন।

Photo Credits: ANI

আত্তিলেলে: আতশবাজির দোকানে (Firecracker shop) ভয়াবহ অগ্নিকাণ্ডের (Massive fire) জেরে মৃত্যু (death) হল কমপক্ষে ১২ জন কর্মীর। জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। শনিবার রাতে ভয়ানক এই দুর্ঘটনাটি ঘটেছে কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরু শহর জেলার (Bangalore city district) অন্তর্গত আনেকালে (Anekal)-এর কাছে অবস্থিত আত্তিবেলে এলাকায়। খবর পেয়ে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন (Several fire tenders ) ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

দেখুন ভিডিয়ো:

গভীর শোকপ্রকাশ করে এই বিষয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, "বেঙ্গালুরু শহর জেলার (Bangalore city district) আনেকালের কাছে একটি আতশবাজির দোকানে আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। এই খবর শুনে আমি গভীরভাবে শোকাহত (deeply saddened) হয়েছি। আমি আগামীকাল দুর্ঘটনাস্থল (accident site) পরিদর্শন (inspect) করব। নিহত শ্রমিকদের পরিবারের (deceased workers) প্রতি আমার সমবেদনা (condolences) জানাই।" আরও পড়ুন: Amit Shah In Dehradun: বিজেপির সোশ্যাল মিডিয়া মিটে যোগ দিলেন অমিত শাহ, দেরাদুনের ভিডিয়ো



@endif