Assembly Election Results 2022 Live Updates: দুই আসনেই পরাজিত পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি
আজ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। উত্তরপ্রদেশে মোট বিধানসভা আসন ৪০৩টি। গোয়ায় বিধানসভা আসন ৪০টি। ৭০টি আসন রয়েছে উত্তরাখণ্ড বিধানসভায়। পাঞ্জাবে ভোট হয়েছে ১১৭টি আসনে। এছাডা়ও মণিপুর বিধানসভায় রয়েছে ৬০ আসন
নতুন দিল্লি, ১০ মার্চ: আজ উত্তরপ্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttarakhand), মণিপুর (Manipur), পঞ্জাব (Punjab) ও গোয়া (Goa) বিধানসভা নির্বাচনের (Assembly Elections 2022) ফলপ্রকাশ। সকাল ৮ টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। পাঁচ রাজ্যের মধ্যে উত্তরপ্রদেশের ফল নিয়েই জাতীয় রাজনীতিতে আগ্রহ সবচেয়ে বেশি। ২০২৪ সালে লোকসভা ভোটের আগে উত্তরপ্রদেশের ফল অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
লাইভ আপডেট:
- উত্তরপ্রদেশের ৩০ আসনে ইতিমধ্যে জয় সুনিশ্চিত করেছে বিজেপি। গোরক্ষপুর থেকে জয়ী মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাশাপাশি, আরও ২২০ আসনে এগিয়ে রয়েছে বিজেপি। সমাজবাদী পার্টি জিতেছে তিনটি আসনে। ১১৩ আসনে এগিয়ে রয়েছে তারা।
- পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি ভাদৌর (৩৭,৫৫৮ ভোটে) এবং চামকৌর সাহেব (৭৯৪২ ভোটে) আসনেে পরাজিত
- “আজ চার রাজ্যের বিধানসভায় জিতে সরকার গড়তে চলেছে বিজেপি। সুতরাং ২০২৪-এও নরেন্দ্র মোদির নেতৃত্বে লোকসভায় জিতে কেন্দ্রে সরকার গড়বে বিজেপি। তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। তাঁর নতুন ভারত তৈরির স্বপ্ন সফল হবে। ২০২৩-এ ফের রাজ্যে ক্ষমতায় ফিরব, এটা আমার বিশ্বাস”, বললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই।
- “হিন্দু মুসলিম শিখ সাঁই সবাই বিজেপি।যারা ধর্মের নামে ভাগাভাগি চায় ভোটের ফলাফলে তারা উত্তর পেয়ে গেছে। ১০ মার্চ জয় শ্রী রামের নামে আমরা সরকার গড়ছি। এর থেকে ভাল সরকার আর হতে পারে না।” বললেন যোগীর রাজ্যের বিজেপি নেত্রী অপর্ণা যাদব।
- মণিপুরের মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রার্থী এন বিরেন সিং জিতলেন ১৭ হাজার ভোটে।
“পঞ্জাবে ৯০-র ও বেশি আসনে জিততে চলেছে আপ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি ছোটভাই ভগওয়ান্ত মানকে শুভেচ্ছা জানাই। এখনও ফল ঘোষণার অনেকটাই বাকি রয়ে গেছে। জনগণ আমাদের উপরে ভরসা রেখেছে। কোনওভাবেই এই ভরসাকে ভাঙতে দেব না। এ দেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে আমরা বদলে দেব।” বললেন অরবিন্দ কেজরিওয়াল
আমরা সবাই পঞ্জাবকে ভালবাসি, আম আদমি পার্টির জয়ের খবরে দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল একথাই বললেন।
৫৮ হাজার ২০৬ ভোটে ধুরি আসনে জিতলেন পঞ্জাবে আম আদমি পার্টির মুখ্যমন্ত্রী পদের প্রার্থী ভগওয়ান্ত মান।
অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে ৬,৭৫০ ভোটে হারলেন পঞ্জাবের কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু।
অরবিন্দ কেজরিওয়াল, সত্যেন্দ্র জৈন এবং মণীশ শিশোদিয়া দিল্লির হনুমান মন্দিরে পুজো দেন।
- উত্তরপ্রদেশে ফের ক্ষমতায় দল। লখনউয়ে উৎসবে মাতলেন বিজেপি কর্মীরা।
- ৪৫ হাজার ভোটে জয়ী হলেন আপ প্রার্থী ভগবন্ত মন। তিনি মুখ্যমন্ত্রী হবেন পঞ্জাবের
- গোয়ায় খাতা খুলতে পারেনি তৃণমূল। ৩টি আসনে এগিয়ে এমজিপি।
- ৪ রাজ্যে ব্যাপক ফল দলের। বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে বিলি করার জন্য মুম্বইয়ে চলছে লাড্ডু তৈরি।
- পঞ্জাবের পাতিয়ালা আসনে হারলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পঞ্জাব লোক কংগ্রেস প্রধান অমরিন্দর সিং।
- গোয়ায় সরকার গঠন করবে বিজেপি। আমরা এমজিপি এবং নির্দল প্রার্থীদের সঙ্গে নেব: গোয়ার মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত
- মানুষের কণ্ঠস্বর ঈশ্বরের কণ্ঠস্বর। নম্রভাবে পঞ্জাবের জনগণের রায় গ্রহণ করুন... আপ কে অভিনন্দন: টুইট নভজ্যোৎ সিং সিধুর
- শিরোমনি আকালি দলের সভাপতি সুখবীর সিং বাদল জালালাবাদ আসন থেকে ১০,৫২৬ ভোটের ব্যবধানে পিছিয়ে।
- নিজেদের নিজেদের কেন্দ্রে পিছিয়ে রয়েছেন চরণজিৎ সিং চন্নি, প্রকাশ সিং বাদল, অমরিন্দর সিং এবং নভজ্যোৎ সিং সিধু
- বিজয় মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার নির্বাচন কমিশনের।
- এই বিপ্লবের জন্য পঞ্জাবের জনগণকে অভিনন্দন: টুইট দিল্লির মুখ্যমন্ত্রী এবং আপ-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালের
- রাজ্যে সরকার গঠনের দাবি জানাতে ভারতীয় জনতা পার্টির নেতারা আজ গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরন পিল্লাইয়ের সঙ্গে দেখা করবেন
- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বে আমরা উত্তরাখণ্ডের জনগণকে কল্যাণমূলক নীতি দিয়েছি এবং প্রত্যাশিত ফলাফল পেয়েছি: কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী
- পঞ্জাবে ক্ষমতায় আসছে দল, চণ্ডীগড়, অমৃতসর, দিল্লি এবং নাগপুরে নাচে মেতে উঠলেন আপ কর্মীরা। চলছে দেদার মিষ্টি বিলি।
- মণিপুরের মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা এন বীরেন সিং হেইনগাং আসনে নিকটতম কংগ্রেস প্রতিদ্বন্দ্বীর থেকে ৮,৫৭৪ ভোটের বিশাল ব্যবধানে এগিয়ে আছেন।
- কেজরিওয়ালের শাসনের মডেলকে সুযোগ দিয়েছে পঞ্জাব। আজ তার শাসনের মডেল জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি সাধারণ মানুষের জয়: আপ নেতা মণীশ সিসোদিয়া
- উত্তরাখণ্ডে ৭০ বিধানসভা আসনের মধ্যে ৪৪টিতে এগিয়ে আছে বিজেপি। কংগ্রেস এগিয়ে ২১টিতে এবং আম আদমি পার্টি এগিয়ে ১টি আসনে।
- উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এগিয়ে রয়েছেন গোরখপুর আরবান বিধানসভা কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে সংখ্যাগরিষ্ঠতা পেরিয়েছে, ২৩২টি আসনে তারা এগিয়ে রয়েছে
- পঞ্জাবে ৮৯ আসনে আসনে আপ, ১২টি আসনে কংগ্রেস এবং ৫টি আসনে এগিয়ে বিজেপি
- গোয়ার ১৮ বিজেপি এগিয়ে, কংগ্রেস এগিয়ে ১২ আসনে। সাঙ্কেলিমে এখনও পর্যন্ত ৩০০ ভোটে এগিয়ে সিএম প্রমোদ সাওয়ান্ত।
- উত্তরাখণ্ডে বিজেপি এগিয়ে ৪৩ আসনে, কংগ্রেস ২৩ আসনে এগিয়ে
- ভারতীয় জনতা পার্টি প্রাথমিক প্রবণতায় উত্তরাখণ্ডে সংখ্যাগরিষ্ঠ আসন অতিক্রম করেছে
- গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সাকেলিম কেন্দ্রে পিছিয়ে রয়েছেন, কংগ্রেস নেতা ধর্মেশ সাগলানি আসন থেকে এগিয়ে রয়েছেন
- উত্তরপ্রদেশে বিজেপি ২৩৯, এসপি ১০৮, বিএসপি ৫, কংগ্রেস ৪ আসনে এগিয়ে
- মণিপুরে বিজেপি ২৪, কংগ্রেস ১৪, এনপিপি ১১, এনপিএফ ৪, অন্যান্যরা ৫ আসনে এগিয়ে
- গোয়ায় বিজেপি ১৬, কংগ্রেস ১২, তৃণমূল ৬, আপ ১ ও অন্যান্যরা ৫ আসনে এগিয়ে
- পঞ্জাবে আপ ৭৫, কংগ্রেস ১৩, শিরোমণি অকালি দল ৮, বিজেপি ৭ ও অন্যান্যরা ১ আসনে এগিয়ে
- উত্তরাখণ্ডে বিজেপি ৪১, কংগ্রেস ২৪, অন্যান্যরা ৫ আসনে এগিয়ে
- উত্তরপ্রদেশে বিজেপি ২০৩ আসনে এগিয়ে, ১০০ আসনে এগিয়ে অখিলেশের সপা
- যশবন্তনগর বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টির শিবপাল সিং যাদব
- পাঞ্জাবে দল সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে যাওয়ায় সাংরুরে AAP-র মুখ্যমন্ত্রী প্রার্থী ভগবন্ত মানের বাসভবনে নাচ কর্মীদের। মান ধুরী আসনে এগিয়ে রয়েছেন।
- গোয়ায় প্রথম রাউন্ডের গণনা শেষে ১৩টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, ৭টিতে এগিয়ে রয়েছে কংগ্রেস, ২টিতে এমজিপি, ১টিতে এএপি এবং ১টিতে নির্দলরা
- উত্তরপ্রদেশে করহাল বিধানসভা আসনে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এগিয়ে, বিএসপি এবং বিজেপি প্রার্থী যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে
- দ্বিতীয় রাউন্ডের গণনার শেষে নভজ্যোৎ সিং সিধু দ্বিতীয় স্থানে, এসএডি-র বিক্রম মাজিথিয়া তৃতীয় স্থানে রয়েছেন
- মণিপুরে ৬টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। জেডি (ইউ) ২টিতে এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে
- পঞ্জাব লোক কংগ্রেস নেতা এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং পাতিয়ালা বিধানসভা কেন্দ্রে পিছিয়ে রয়েছেন
- আম আদমি পার্টি (AAP) পঞ্জাবে সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ৫৯ আসনে এগিয়ে। এগিয়ে রয়েছেন আপের ‘মুখ্যমন্ত্রী মুখ’ ভগবন্ত মান
- সাঙ্কেলিম আসনে ৪০০ ভোটে পিছিয়ে গোয়ার মুখ্যমন্ত্রী ও বিজেপি প্রার্থী প্রমোদ সাওয়ান্ত
- পঞ্জাবে আপ ৪৮, কংগ্রেস ৩৯, শিরোমণি অকালি দল ১৯, বিজেপি ৫, অন্যান্য ১ আসনে এগিয়ে
- অমৃতসর পূর্ব বিধানসভা কেন্দ্রে তৃতীয় স্থানে রয়েছেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু
- উত্তরপ্রদেশে ৬২ আসনে এগিয়ে বিজেপি, সপা এগিয়ে ৩৭ আসনে। বিএসপি ও কংগ্রেস এগিয়ে ৪টি করে আসনে।
- পঞ্জাবের চামকৌর সাহেব কেন্দ্রে এগিয়ে মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি। পাতিয়ালা আসনে পিছিয়ে রয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিং
- গোরক্ষপুরে এগিয়ে যোগী আদিত্যনাথ, করহলে এগিয়ে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব।
- উত্তরপ্রদেশের সান্দিলা বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপির অলকা সিং
- শিরোমনি আকালি দল পাঞ্জাবের মুকেরিয়ান বিধানসভা কেন্দ্রে এগিয়ে রয়েছে
গুরুদ্বারে প্রার্থনা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী
- গোয়ায় বিজেপি ৪, কংগ্রেস ৭, তৃণমূল ২ আসনে এগিয়ে
মন্দিরে পুজো দিলেন গোয়ার মুখ্যমন্ত্রী
- উত্তরপ্রদেশে বিজেপি ১১০, এসপি ৬৫, বিএসপি ৩, কংগ্রেস ৩, অন্যান্য ২
- উত্তরপ্রদেশে বিজেপি ৮০, সমাজবাদী পার্টি ৪৯, বিএসপি ৩ ও কংগ্রেস ২ আসনে এগিয়ে।
- পঞ্জাবে কংগ্রেস ১০, আপ ১৩,অকালি দল ২ আসনে এগিয়ে
- উত্তরাখণ্ডে ২১ আসনে এগিয়ে বিজেপি, ১৪ আসনে কংগ্রেস
পুজো দিলেন মণিপুরের মুখ্যমন্ত্রী
- উত্তরপ্রদেশে ৬৫ আসনে এগিয়ে বিজেপি, সমাজবাদী পার্টি ৪৩ ও বিএসপি ১ আসনে এগিয়ে।
- পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)