Heroin: অসমের কাছাড় থেকে বাজেয়াপ্ত ১০ কোটি ৪০ লক্ষ টাকার হেরোইন
অসমের কাছাড় থেকে বাজেয়াপ্ত হল ১০ কোটি ৪০ লক্ষ টাকার হেরোইন। বুধবার একথা জানানো হয়েছে অসম রাইফেলস (পূর্ব)-র তরফে।
কাছাড়: অসমের কাছাড় (Assam's Cachar) থেকে বাজেয়াপ্ত (Seized) হল ১০ কোটি ৪০ লক্ষ টাকার হেরোইন (Heroin)। বুধবার একথা জানানো হয়েছে অসম রাইফেলস (পূর্ব) (Assam Rifles (East)-র তরফে।
ইন্সপেক্টর জেনারেল অসম রাইফেলস (Inspector General Assam Rifles) (পূর্ব)-এর আগরতলা সেক্টরের (Agartala Sector) রাধানগর ব্যাটেলিয়ানের (Radhanagar Battalion) সদস্যরা অসমের কাছাড় জেলার কাচুদরামা গ্রাম (Kachudrama village) থেকে ২.৬ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছেন। এর বাজারমূল্য ১০ কোটি ৪০ লক্ষ টাকা।
বুধবার অসম রাইফেলসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রাধানগর ব্যাটেলিয়ানের জালিউরা কোম্পানি (Jaliura Company) ও কাচুদরামা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই হেরোইন বাজেয়াপ্ত করেছে। ওই হেরোইন ইতিমধ্যে সোনাই পুলিশ স্টেশনে (S0nai police station) জমা করা হয়েছে পরবর্তী তদন্ত (Investigation) ও আইনি প্রক্রিয়ার (legal proceedings) জন্য।
ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, কাছাড় জেলার সাদিম বাজার (Sadim Bazar) থেকে ধৃত মাদক পাচারকারীদের জেরা করে ওই হেরোইনের বিষয়ে খবর পাওয়া যায়। এরপরই নির্দিষ্ট জায়গায় যৌথ অভিযান চালিয়ে ওই নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করা হয়। সাম্প্রতিক কালে এত পরিমাণ হেরোইন আর বাজেয়াপ্ত হয়নি। আরও পড়ুন: LPG Price Hike: এলপিজির দাম ৫০ টাকা বৃদ্ধি, স্মৃতি ইরানির পুরনো ট্যুইট তুলে তোপ কংগ্রেসের
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)