Assam: সাবানের বাক্সতে মাদক পাচার! অসম পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার কয়েক কোটি টাকার হেরোইন
অসমে (Assam) দুটি পৃথক তল্লাশি অভিযানে উদ্ধার মোট ১ কিলো ২০০ গ্রাম মাদক। যার বাজারমূল্য কমপক্ষে ৭ লক্ষ টাকা। গ্রেফতার হয়েছে ৩ মাদক পাচারকারী। জানা যাচ্ছে, গত শুক্রবার রাতে কাছার জেলায় তল্লাশি অভিযান চালায় অসম পুলিশ এবং নারকোটিক বিভাগ। একটি দল ধোলাইতে যায় এবং অপর দলটি শীলচর এলাকায় তল্লাশি চালায়। আর তাতেই উদ্ধার হয় এই বিপুল পরিমাণের মাদক।
পুলিশ সূত্রের খবর, পাচারকারীদের থেকে ব্যাগ উদ্ধার করা হয়েছিল। যার মধ্যে ছিল সাবান রাখার বাক্স। সেই বাক্স খুলতেই উদ্ধার হল হেরোইন। ধোলাই থেকে উদ্ধার হয়েছে ৫৫টি মাদকভর্তি বাক্স এবং শীলচর থেকে ৪৫টি বাক্স। এই সমস্ত বাক্সই নিজেদের হেফাজতে নিয়েছে নারকোটিক বিভাগ। আর এই ঘটনায় গ্রেফতার হয়েছে ৪ জন। পুলিশ জানিয়েছে, আমরা গোপনসূত্রে খবর পেয়েই তল্লাশি অভিযান শুরু করি। আর তাতেই উদ্ধার হয় এই মাদকগুলি।
জানা যাচ্ছে, অসম লাগোয়া রাজ্যগুলিতেই মাদক পাচার করার উদ্দেশ্য ছিল ধৃত ব্যক্তিদের। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, এই ঘটনায় একটি বিরাট চক্র জড়িয়ে আছে। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় আর কারা জড়িত রয়েছে সেই বিষয়ে এখনও প্রকাশ্যে কিছু জানায়নি তদন্তকারী আধিকারিকরা।