Assam : অসম বিধানসভার নতুন ভবনের উদ্বোধনে স্পীকার ওম বিড়লা

পরবর্তী বিধানসভার অধিবেশন নতুন বিল্ডিংয়েই হবে বলে জানা গেছে

স্পিকার ওম বিড়লা (Photo Credits: PTI)

অসমে উদ্বোধন হতে চলেছে বিধানসভার নতুন ভবনের। লোকসভার স্পীকার ওম বিড়লা (OmBirla) উদ্বোধন করবেন এই নতুন বিধানসভা ভবনটি। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ শোনওয়ালের উপস্থিতে উদ্বোধন করা হবে এই নতুন ভবনের।

শনিবার টুইটার হ্যান্ডেলে নতুন ভবনের উদ্বোধন নিয়ে অসমের মুখ্যমন্ত্রী জানান, "আগামীকাল অসমের ইতিহাসে উল্লেখযোগ্য দিন, লোকসভার স্পীকার ওম বিড়লা আমাদের প্রথম বিধানসভা ভবনকে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করবেন। "

অসম বিধানসভার ডেপুটি স্পীকার নামুল মোমিন (Namul Momin) জানান, "নতুন ভবনটিতে বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমরা ই-বিধানের জন্য পরিকল্পনা করছি যা খুব শীঘ্রই আমরা এই ভবনে পাব"।

তিনি আরও জানানম যে নির্মাণ কার্য কংগ্রেস আমলে শুরু করা হয়েছিল এবং এটিতে সামান্য পরিবর্তন করা হয়েছে বলে জানান তিনি।

আমাদের সরকার আসার পর আমরা কাজ শুরু করি এবং জুলাই ৩০ তারিখে এর উদ্বোধন করা হবে বলে জানান নামুল মোমিন।