Assam govt launches 'Orunodoi 2.0': অরুণোদয় প্রকল্পের দ্বিতীয় ধাপ চালুর ঘোষণা অসম মুখ্যমন্ত্রীর
অসাম, ১৫ডিসেম্বরঃ অসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা(Himanta Biswa Sarma) বুধবার 'অরুণোদয় '(Orunodoi) পরিকল্পনার দ্বিতীয় সংস্কার চালু করার কথা ঘোষনা করেন। এই পরিকল্পনাটি অসামের দরিদ্র পরিবারগুলিকে আর্থিকভাবে নিরাপত্তা প্রদান করবে। অসামের রাজধানীর দিসপুরের অসাম হাউসের প্রাঙ্গণে বক্তৃতা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা জানান যে এই 'অরুণোদয়' প্রকল্পের অধীনে ১৭ লক্ষ মহিলা প্রতি মাসে ১,২৫০ টাকা সাহায্য পাচ্ছেন। এখন থেকে 'অরুণোদয় ২.০'(Orunodoi 2.0) পরিকল্পনার অধীনে আরও ১লক্ষ ৫০হাজার দরিদ্র পরিবারের মহিলাদের যুক্ত করা হয়েছে। মোট ২৭ লক্ষ পরিবারকে এই পরিকল্পনার সঙ্গে যুক্ত করে আর্থিক সাহায্য প্রদান করা হবে। তিনি আরও জানান যে, ২০২৩সালে এপ্রিল মাস থেকে বিকলঙ্গ এবং রূপান্তরিত লিঙ্গদের( Transgender) এই 'অরুণোদয় ২.০' পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত করা হবে , এছাড়া পরিবারের সদস্য যারা সেরিব্রাল পলসি(Cerebral palsy) ,থ্যালাসেমিয়া(Thalassemia) ,হিমোফিলিয়া(Hemophilia) , ইত্যাদি রোগগ্রস্ত তারাও এই পরিকল্পনার আওতায় অন্তর্ভুক্ত হবে। রাজ্য সরকার অভিযান চালিয়ে ২লক্ষ ২৫হাজার পরিবার যারা আর্থিকভাবে স্বচ্ছল এবং যারা মারা গেছে তাদের 'অরু্ণোদয় ২.০' পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান তিনি।