Assam Floods: বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে Assam, Arunachal Pradesh-এ, জারি সতর্কতা

অসমে প্রথমে ১২টি জেলাকে বন্যা কবলিত হিসেবে চিহ্নিত করা হয়। পরে সেই সংখ্যা বেড়ে ১৯-এ গিয়ে পৌঁছয়। অসমের বিপর্যয় মেকাবিলাকারী দলের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে।

Assam Floods (Photo Credit: Twitter

গুয়াহাটি, ২ জুলাই: ব্রক্ষ্মপুত্রের জল বাড়ছে। ফলে অসমের (Assam) বন্যা (Flood) পরিস্থিতি  ক্রমশ খারাপ হচ্ছে। অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশের বন্যা পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। বন্যার পাশাপাশি অসম এবং অরুণাচল প্রদেশে একের পর এক ধসও নামতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অসম এবং অরুণাচল প্রদেশের একাধিক জায়গায় ধস নামে এবং তাতে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।

অসমে প্রথমে ১২টি জেলাকে বন্যা কবলিত হিসেবে চিহ্নিত করা হয়। পরে সেই সংখ্যা বেড়ে ১৯-এ গিয়ে পৌঁছয়। অসমের বিপর্যয় মেকাবিলাকারী দলের তরফে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। পাশাপাশি অসমে বর্তমানে ৬.৪৪ লক্ষ মানুষ বন্যার কবলে পড়েছেন বলে জানানো হয় প্রশাসনের তরফে। অসমের পাশাপাশি অরুণাচল প্রদেশের পরিস্থিতিও ক্রমশ খারাপ হচ্ছে। ফলে ২ থেকে ৬ জুলাই পর্যন্ত ইটানগরের সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে আগামী ৫ জুলাই উত্তরপূর্বের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ৫ জুলাই পর্যন্ত উত্তপ-পূর্বের রাজ্যগুলির জন্য লাল সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস।



@endif