IPL Auction 2025 Live

Assam Flood: একনাগাড়ে বৃষ্টিতে অসমে ক্রমশ গুরুতর হচ্ছে বন্যা পরিস্থিতি, ক্ষতিগ্রস্থ ২০ জেলা

গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অসমের ২০টি জেলার প্রায় ৮৫ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। যার মধ্যে ১৭,৬৫২ জন শিশু রয়েছে বলে খবর। উচ্চ অসমের লাখিমপুরের অবস্থা সবচেয়ে গুরুতর।

Assam Flood (Photo Credit: ANI)

গুয়াহাটি, ২২ জুন: এক নাগাড়ে বৃষ্টির জেরে ক্রমশ খারাপ হচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। পরপর কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টির জেরে অসমের বেশ কিছু এলাকা জলের নীচে। গত ২৪ ঘণ্টায় পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় অসমের ২০টি জেলার প্রায় ৮৫ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্থ বলে জানা যাচ্ছে। যার মধ্যে ১৭,৬৫২ জন শিশু রয়েছে বলে খবর। উচ্চ অসমের লাখিমপুরের অবস্থা সবচেয়ে গুরুতর। অন্যদিকে নিম্ন অসমের অবস্থা আরও খারাপ বলে জানা যাচ্ছে।

 

বক্সা জেলার পুথিমারি নদী একটানা বৃষ্টির জেরে ফুঁসতে শুরু করেছে। যার জেরে নলবাড়ি, ধুবরি, বরপেটা-সহ আরও বেশ কিছু এলাকার অবস্থা ক্রমশ ভয়াবহ হয়ে উঠতে শুরু করেছে। বন্যা দুর্গতদের উদ্ধার করে আশ্রয় শিবিরে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। তবে পরিস্থিতি আরও খারাপ হলে, আশ্রয় শিবিরের সংখ্যা বাড়াতে হবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।