Assam: অনুমতিবিহীন রাস্তায় কেন? 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' বিরুদ্ধ FIR

পুলিশ সূত্রে খবর, জোরহাটে যে রাস্তা দিয়ে ভারত জোড়ো যাত্রার যাওয়ার কথা ছিল, পারমিট থাকা সত্ত্বেও, তা তোয়াক্কা না করে এই মার্চ অন্য রাস্তা ধরে বলে অভিযোগ। ফলে হইচই তৈরি হয়।

Rahul Gandhi's ‘Bharat Jodo Nyay Yatra’ (Photo Credit: Twitter)

দিল্লি, ১৯ জানুয়ারি: এবার ভারত জোড়ো ন্যায় যাত্রার (Bharat Jodo Nyay Yatra) বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। অসমের জোরহাটে ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। পুলিশ সূত্রে খবর, জোরহাটে যে রাস্তা দিয়ে ভারত জোড়ো যাত্রার যাওয়ার কথা ছিল, পারমিট থাকা সত্ত্বেও, তা তোয়াক্কা না করে এই মার্চ অন্য রাস্তা ধরে বলে অভিযোগ। ফলে হইচই তৈরি হয়। নির্দিষ্ট রাস্তার পরিবর্তে অন্য রাস্তা ধরাতেই ভারত জোড়ো ন্যায় যাত্রার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে খবর।

আরও পড়ুন: Assam : 'সমস্ত রকমের অনুমতি দেওয়া হয়েছে', ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে মন্তব্য অসমের মুখ্যমন্ত্রীর

অসমের (Assam) জোরহাটে ভারত জোড়ো ন্যায় যাত্রার আহ্বায়কের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। রাস্তা বদল করায় ভারত জোড়ো ন্যায় যাত্রায় যেমন হইচই শুরু হয়, তেমনি পদপিষ্ট হওয়ারমত পরিস্থিতিও তৈরি হয়। সেই কারণেই এফআইআর দায়ের করা হয় বলে খবর।