IPL Auction 2025 Live

Assam : ভারত জোড়ো ন্যায় যাত্রায় উষ্কানিমূলক মন্তব্য, রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের নির্দেশ অসমের মুখ্যমন্ত্রীর

উষ্কানিমূলক মন্তব্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা নির্দেশ অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার

Photo Credits: ANI

জনসাধারনকে উস্কানি দেওয়ার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে ডিজিপিকে অভিযোগ দায়ের করার নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা।বর্তমানে মণিপুর থেকে মুম্বই পর্যন্ত ভারত জোড়ো ন্যায় যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আগের দিন গুয়াহাটিতে ঢোকার মুখে অসম পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় কংগ্রেস কর্মীরা।এই ঘটনাকে কেন্দ্র করে নিজের এক্স হ্যান্ডেলে হেমন্ত বিশ্ব শর্মা (Hemanta Biswa Sharma) জানান, 'নকশালি কায়দা অসমের সংস্কৃতিতে বেমানান।'

তিনি জানান,"এগুলি অসমের সংস্কৃতির সঙ্গে যুক্ত নয়।'নকশালি কায়দা অসমের সংস্কৃতিতে বেমানান।আমি অসম পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছি তোমাদের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে জনসমক্ষে উষ্কানি দেওয়ার জন্য।তোমরা যে ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছ সেটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করুন।আপনার অভব্য ব্যবহার এবং নিয়ম ভাঙার কারণে গুয়াহাটিতে ব্যাপক ট্রাফিক জ্যাম শুরু হয়েছে"।

রাহুল গান্ধী এর আগে অভিযোগ করেছিলেন যে, তাঁকে ছাত্রদের সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না।

উত্তর ভারত এবং ভারতের ছাত্রদের সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে আগেও অভিয়োগ করেছেন রাহুল। তিনি জানিয়েছেন, কোন ছাত্রকে ভয় পাওয়ার দরকার নেই।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রীও নাকি রাহুল গান্ধীকে ছাত্রদের সঙ্গে কথা বলতে না দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি।

টুইটে তিনি জানান, "আমরা সমস্ত জায়গাতে বাধাপ্রাপ্ত হচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকে ফোন করে রাহুল যাতে ছাত্রদের সঙ্গে দেখা না করতে পারেন তার নির্দেশ দিচ্ছেন।রাহুল গান্ধী এখানে আসছেন বা আসছেন না সেটা গুরুত্বপূর্ণ নয়।যেটা গুরুত্বপূর্ণ হল ছাত্রদের অবশ্যই তাদের কথা শুনতে দেওয়া উচিত যাদের কথা তারা শুনতে চাইছে।কিন্তু এটা অসমের স্কুল বা কলেজে হচ্ছে না।আপনাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের ভাষা ব্যবহার করতে পারবেন না।আপনাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের ইতিহাস জানতেপারবেন না।"

অসম পেরিয়ে ভারত জোড়ো ন্য়ায় যাত্রা এখন মেঘালয়ে। ধীরে ধীরে এই ন্যয় যাত্রা মুম্বই অবধি চলবে বলে জানিয়েছেন রাহুল গান্ধী। কিন্তু তার মধ্যেই অসমে অভিযোগ দায়ের হওয়ার ঘটনায় আবার বিড়ম্বনায় পড়তে হতে পারে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে।