Assam Assembly Election 2021: 'পোলিং অফিসারেরা সাহায্য চেয়েছিলেন', গাড়িতে ইভিএম রাখার বিতর্কে মুখ খুললেন বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল

অসমের করিমগঞ্জে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের গড়িতে করে ইভিএম রাখাকে কেন্দ্র করে বিতর্ক ওঠে তুঙ্গে। এই ঘটনায় মুখ খোলেন তিনি। ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সঙ্গে গাড়ির চালকও ছিল। পোলিং অফিসারেরা আমাকে কাছে সাহায্য চেয়েছিলেন, তাই আমি সাহায্য করি। আমার গাড়িতে একটি পাসও আটকানো ছিল যাতে লেখা ছিল আমি বিজেপি প্রার্থী। পোলিং অফিসারেরা তা জানতেন কি না তা আমি বলতে পারব না। সাহায্য চেয়েছিলেন বলে করেছি।'

বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পাল (Picture Credits: Facebook)

গুয়াহাটি, ২ এপ্রিল: অসমের (Assam) করিমগঞ্জে বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু পালের (BJP MLA Krishnendu Paul) গাড়িতে করে ইভিএম (EVM) রাখাকে কেন্দ্র করে বিতর্ক ওঠে তুঙ্গে। এই ঘটনায় মুখ খোলেন তিনি। ইন্ডিয়া টুডে'কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সঙ্গে গাড়ির চালকও ছিল। পোলিং অফিসারেরা আমাকে কাছে সাহায্য চেয়েছিলেন, তাই আমি সাহায্য করি। আমার গাড়িতে একটি পাসও আটকানো ছিল যাতে লেখা ছিল আমি বিজেপি প্রার্থী। পোলিং অফিসারেরা তা জানতেন কি না তা আমি বলতে পারব না। সাহায্য চেয়েছিলেন বলে করেছি।'

শুক্রবার বিষয়টি প্রকাশ্যে আসতেই ওই চারজন পোলিং অফিসারকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। এই ঘটনায় ফের ওই বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এফআইআরও দায়ের হয়েছে। অসম বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ মিটতেই বিষয়টি প্রকাশ্যে আসে। কারণ করিমগঞ্জে ভোট পরবর্তী অশান্তি শুরু হয়। স্থানীয়রা দেখতে পান চার ভোট কর্মী বিজেপি বিধায়কের বোলেরো গাড়িতে করে ইভিএম নিয়ে যাচ্ছেন। করিমগঞ্জ থেকে গাড়িটি ততক্ষণে ৩ কিলোমিটার এগিয়ে গিয়েছে। ভোট শেষ হওয়ার পর ইভিএমটি ওই গাড়িতে করে স্ট্রং রুমে নিয়ে যাওয়া হচ্ছিল। আরও পড়ুন, 'উত্তরবঙ্গে লোকসভায় তৃণমূল আসন পায়নি, কিন্তু কাজ করতে ছাড়েনি': মমতা

গোটা ঘটনায় ক্ষিপ্ত কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব বলেছেন, “বিধানসভা নির্বাচনে হার নিশ্চিত জেনে বিজেপি এই কাজ করেছে। বেআইনি ভাবে জিততে চেয়েছিল। ওই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হোক।”



@endif