Assam: অসমের বারপেতায় বন্যার জেরে ক্ষয়ে গেল রাস্তা, সমস্যায় মানুষ

রাস্তা ক্ষয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ

বন্যার জেরে সমস্যায় অসমের বারপেতা জেলার মানুষ।বন্যার কারণে রাস্তার বড় অংশে ক্ষয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন সেখানকার মানুষ। স্থানীয় মানুষদের তরফে জানা গেছে প্রত্যেক বছরই বন্যার কারণে বহু রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে সমস্যায় পড়েছেন স্কুলে যাওয়া পড়ুয়া থেকে রোগীরা।অনেক মানুষ রাস্তায় নামার জন্য কলার পাতা ব্যবহার করছেন। সরকারের কাছে এই রাস্তা মেরমত করার আবেদন জানিয়েছেন বারপেতার সাধারণ মানুষ।

অসমে বন্যা পরিস্থিতি যথেষ্ট জটিল।২২ টি জেলায় ৩.৪১ লক্ষ মানুষ এখনও পর্যন্ত সমস্যায় জর্জরিত রয়েছে। অসম স্টেট ডিজাসটার ম্যানেজমেন্ট অথোরিটির তরফে জানা গেছে, ৫২ টি রেভিনিউ সার্কেলের ৮১৮ টি গ্রাম ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া ২২ হেক্টর জমি জলের তলায় রয়েছে বলে জানা গেছে।

জেলা প্রশাসনের তরফে ১৫৩ রিলিফ সেন্টার খোলা হয়েছে বন্যায় জর্জরিত মানুষদের সাহায্য করার জন্য। অসমের কৃষিমন্ত্রী অতুল বোরা জানিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্থ চাষীর পাশে সরকার রয়েছে।