Assam: ONGC-র ৩ কর্মী সহ ৬ জনকে অপহরণ করল ULFA সদস্যরা
অসমের শিবসাগর (Sivasagar) জেলার লাকুয়া সাইট থেকে ওএনজিসি-র (ONGC) ৩ কর্মী, ২ জন জুনিয়র ইঞ্জিনিয়র অ্যাসিস্ট্যান্টস ও একজন জুনিয়র টেকনিশিয়ানকে অপহরণ করল উলফা-র (ULFA সদস্যরা। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। অপহরণকারীরা ওএনজিসি কর্মীদের একটি গাড়িতে করে নিয়ে যায়। পরে অসম-নাগাল্যান্ড সীমান্তের নিকোনগড় জঙ্গলের কাছে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওএনজিসি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।
গুয়াহাটি, ২১ এপ্রিল: অসমের শিবসাগর (Sivasagar) জেলার লাকুয়া সাইট থেকে ওএনজিসি-র (ONGC) ৩ কর্মী, ২ জন জুনিয়র ইঞ্জিনিয়র অ্যাসিস্ট্যান্টস ও একজন জুনিয়র টেকনিশিয়ানকে অপহরণ করল উলফা-র (ULFA সদস্যরা। বুধবার ভোরে এই ঘটনা ঘটে। অপহরণকারীরা ওএনজিসি কর্মীদের একটি গাড়িতে করে নিয়ে যায়। পরে অসম-নাগাল্যান্ড সীমান্তের নিকোনগড় জঙ্গলের কাছে গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। ওএনজিসি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে।
রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা সাইটে গেছেন। স্থানীয় প্রশাসনকে এই ঘটনা সম্পর্কে জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরও পড়ুন: Narendra Modi Addresses to Nation: 'হচ্ছে না লকডাউন', করোনার দ্বিতীয় ঢেউয়ের পর জাতির উদ্দেশে ভাষণে জানালেন নরেন্দ্র মোদি
পুলিশ জানিয়েছে, ৪-৫ জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ওএনজিসি-র ওই সাইটে প্রবেশ করে। এরপর কর্মীদের অপহরণ করে নিয়ে যায়।