Assam: বাল্য বিবাহ রোধে বদ্ধ পরিকর, অসমে গ্রেফতার বহু, জানালেন হিমন্ত
হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, মহিলাদের উপর অত্যাচার রুখতে বদ্ধপরিকর সরকার। ফলে মহিলাদের উপর কোথাও কোনও অপরাধ হলে, তা যাতে কোনওভাবে সহ্য করা না হয়, সে বিষয়ে অসম পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।
গুয়াহাটি, ৩ ফেব্রুয়ারি: বাল্য বিবাহ ( Child marriage) রুখতে কড়া পদক্ষেপ অসম (Assam) সরকারের। অসম জুড়ে যাতে কোথাও বাল্য বিবাহ না হয়, তার জন্য এবার একের পর এক পদক্ষেপ করছে হিমন্ত বিশ্বশর্মা সরকার। যার ফল হিসেবে শুক্রবার অসম থেকে ১৮০০ জনকে গ্রেফতার করা হয়েছে। এমনই জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রী জানান, সে রাজ্যে কোথাও যাতে বাল্য বিবাহ না হয়, তার জন্য প্রশাসন পদক্ষেপ করছে। তার জেরেই শুক্রবার গোটা রাজ্য থেকে ১৮০০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসবের পাশাপাশি হিমন্ত বিশ্বশর্মা আরও জানান, মহিলাদের উপর অত্যাচার রুখতে বদ্ধপরিকর সরকার। ফলে মহিলাদের উপর কোথাও কোনও অপরাধ হলে, তা যাতে কোনওভাবে সহ্য করা না হয়, সে বিষয়ে অসম পুলিশকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মহিলাদের উপর কোনও অত্যাচারের ঘটনা সামনে এলেই অভিযুক্তর বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট জানান অসমরে মুখ্যমন্ত্রী।