IPL Auction 2025 Live

Asian Paints Gives Salary Hike to Its Employees: করোনা সঙ্কটের মধ্যে কর্মচারীদের মনোবল বাড়াতে বেতন বাড়াল এশিয়ান পেন্টস

করোনাভাইরাসের (Coronavirus Lockdown) কারণে লকডাউনের জেরে বেশিরভাগ সংস্থাগুলি যখন তাদের কর্মচারীদের (Employees) বেতন কমিয়ে দিচ্ছে বা ছাঁটাই করছে। তখন এশিয়ান পেন্টস (Asian Paints) বিপরীত পথে চলেছে। ভারতের বৃহত্তম এই রং প্রস্তুতকারক সংস্থা সঙ্কটের সময়ে তার কর্মচারীদের বেতন বাড়িয়েছে (Salary Hike), কাউকে ছাঁটাই করেনি। সংস্থাটির দাবি, এই পদক্ষেপে কর্মীদের মনোবল বাড়াবে।

Logo of Asian Paints (Photo Credits: Twitter)

মুম্বই, ১৫ মে: করোনাভাইরাসের (Coronavirus Lockdown) কারণে লকডাউনের জেরে বেশিরভাগ সংস্থাগুলি যখন তাদের কর্মচারীদের (Employees) বেতন কমিয়ে দিচ্ছে বা ছাঁটাই করছে। তখন এশিয়ান পেন্টস (Asian Paints) বিপরীত পথে চলেছে। ভারতের বৃহত্তম এই রং প্রস্তুতকারক সংস্থা সঙ্কটের সময়ে তার কর্মচারীদের বেতন বাড়িয়েছে (Salary Hike), কাউকে ছাঁটাই করেনি। সংস্থাটির দাবি, এই পদক্ষেপে কর্মীদের মনোবল বাড়াবে।

সেলসের কর্মীদের জন্য হাসপাতালে ভরতি থেকে স্বাস্থ্যবিমা সবই দেবে কম্পানি। পার্টনার স্টোরগুলির স্যানিটাইজেশন থেকে ডিরেক্ট ক্যাশ সাপোর্টও দেবে কম্পানি। এছাড়াও নিজেদের কনট্রাক্টরদের নগদের জোগান বাড়াতে তাদের অ্যাকাউন্টে ৪০ কোটি করে টাকা দেবে এশিয়ান পেন্টস। আরও পড়ুন: No Loudspeakers For Azaan: লাউডস্পিকারে আজান দেওয়া যাবে না, নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

এশিয়ান পেন্টসের ম্যানেজিং ডিরেক্টর অমিত সিঙ্গলে বলেন, “একটা কম্পানি হিসেবে কীভাবে সঙ্কটের সময়ে স্টেকহোল্ডারদের পাশে দাঁড়াতে হয়, তার একটা দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা। প্রত্যেক কর্মীর সঙ্গে কথা বলার এটাই সব চেয়ে ভালো সুযোগ ছিল। অভিজ্ঞ ব্র্যান্ড হিসেবে কম্পানি তাদের বুঝিয়ে দিতে চেয়েছে আমাদের এখন একসঙ্গে লড়াই করতে হবে।” এশিয়ান পেইন্টস এর আগে মহারাষ্ট্র সরকার ও কেন্দ্রীয় সরকারের ত্রাণ তহবিলে ৩৫ কোটি অনুদান দিয়েছে।