Ashwini Vaishnav: রেল সম্প্রসারণ খাতে জম্মু-কাশ্মীরে ৩৬৯৪ কোটি ও উত্তরাখণ্ডে ৫১৩১ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, জানালেন অশ্বিনী বৈষ্ণব

একের পর এক রেল দুর্ঘটনা। এই নিয়ে কেন্দ্র সরকার কার্যত নীরব। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিয়েই ক্ষান্ত রেল মন্ত্রক।

একের পর এক রেল দুর্ঘটনা। এই নিয়ে কেন্দ্র সরকার কার্যত নীরব। নিহতদের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিয়েই ক্ষান্ত রেল মন্ত্রক। কিন্তু এই দুর্ঘটনা কীভাবে এড়ানো যায়। প্রযুক্তিকে কত উন্নত করা যায়, এই নিয়ে কার্যত উদাসীন কেন্দ্র সরকার। শুধু নিজেদের জমানায় ভারতীয় রেলকে কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়েই চিন্তিত সরকার। আর তাই গত মঙ্গলবার বাজেট অধিবেশনে বরাদ্দ হওয়া ২৭৮০০০ কোটি টাকার মধ্যে ৩৬৯৪ কোটি টাকা জম্মু-কাশ্মীর এবং ৫১৩১ কোটি টাকা উত্তরাখণ্ডে রেল সম্প্রসারণের খাতেই খরচ করা হবে। অন্যদিকে, মুম্বই বুলেট ট্রেন, কলকাতা মেট্রো, ট্রেনের জ্বালানী ও রক্ষণাবেক্ষণের খরচাও রয়েছে।

এই নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) বলেন,  "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে অসংখ্য ধন্যবাদ ভারতীয় রেলে অর্থ বরাদ্দ করার জন্য। এই অর্থের মধ্যে ৩৬৯৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জম্মু-কাশ্মীরের জন্য। বিগত কয়েক বছরে এই এলাকায় একাধিক প্রজেক্ট শুরু হয়েছিল। যার মধ্যে অনেকগুলির কাজ শেষ হয়ে গিয়েছে। খুব শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেগুলি উদ্বোধন করবে। এছাড়া বারামুলা থেকে উরি পর্যন্ত একটি লাইনের কাজ চলছে। পাশাপাশি কাটরা যাওয়ার আরেকটি লাইনের কাজও চলছে। এছাড়া আরও চারটি প্রজেক্টের কাজ চলছে"।

#WATCH | Delhi: On railway budget allocation, Union Railway Minister Ashwini Vaishnav says, "I am thankful to PM Narendra Modi and FM Nirmala Sitharaman. This year, Rs 3694 crore have been allocated for the ongoing railway projects in Jammu and Kashmir. The work is also going on… pic.twitter.com/7yaJVXZu0V

অন্যদিকে উত্তরাখণ্ড প্রসঙ্গে অশ্বিনী বৈষ্ণব বলেন, "উত্তরাখণ্ডের জন্য ৫১৩১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। উত্তরাখণ্ডের অন্যতম প্রজেক্ট হল করণপ্রয়াজ সুরঙ্গ। প্রায় ২১৩ কিলোমিটার লম্বা এই সুরঙ্গের কাজে ইতিমধ্যে ১৭১ কিলোমিটারের কাজ হয়ে গিয়েছে। বাদ বাকি সুরঙ্গের কাজ চলছে। ২০২৬-এর মাঝামাঝি সময়ের মধ্যে এই কাজও শেষ হয়ে যাবে। আসলে হিমালয়ের মধ্যে দিয়ে সুরঙ্গ তৈরি করা খুবই কঠিন কাজ, তবুও আমরা শীঘ্রই এই কাজ শেষ করার চেষ্টা করছি"।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now