গো মাংস রাখার দায়ে তিন মুসলিমকে গাছে বেঁধে বেধড়ক মার গোরক্ষকদের, মোদিকে আক্রমণ ওয়াইসির

ভোট পর্ব অতিক্রান্ত। একাই ৩০০ অতিক্রম করে আরও বেশি শক্তিশালী গেরুয়া শিবির। সেই উচ্ছাসে আবার জেগে উঠলেন গোরক্ষকরা।

মধ্য প্রদেশে গোরক্ষকদের তাণ্ডব।(Photo Credits: Twitter/@delayedjab)

২৫মে, ২০১৯:‌ ভোট পর্ব অতিক্রান্ত। একাই ৩০০ অতিক্রম করে আরও বেশি শক্তিশালী গেরুয়া শিবির। সেই উচ্ছাসে আবার জেগে উঠলেন গোরক্ষকরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে গোরক্ষকদের তাণ্ডবের সেই ভিডিও৷ তাতে দেখা গিয়েছে গো মাংস রাখার অভিযোগে এক মহিলা–সহ তিন মুসলিমকে গাছে বেঁধে বেধড়ক মারধর করছে একদল যুবক৷ আর হুঙ্কার দিচ্ছে ‘জয় শ্রীরাম’ বলে৷ ওই তিন মুসলিমকেও জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে তারা।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের(Madhya Pradesh) সেওনি এলাকার একটি গ্রামে৷ অভিযোগ তিনজনের কাছে গোমাংস রয়েছে, তা কোনওভাবে জানতে পারেন গোরক্ষকরা৷ সংখ্যালঘু তিন ব্যক্তির উপর চড়াও হয় তারা৷ ভিডিওটি সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার নিন্দা করেছেন এআইএমআইএম নেতা তথা হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিও(Aaaduddin Owaisi)৷ মোদিকে টার্গেট করে ওয়াইসি বলেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতির দোহাই দিয়েছিলেন মোদি, সেটা ক্রমশ প্রকট হচ্ছে। নরেন্দ্র মোদি ( Narendra Modi) যে নতুন ভারতের কথা বলেছেন সেখানে মুলসিমদের নিরাপত্তা কী হতে চলেছে সেটা এই ভিডিও প্রমাণ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।