Himachal Pradesh: তুষার- বরফে ঢাকা হিমাচলে পর্যটকদের ঢল, হোটেল মালিকদের সঙ্গে খুশি স্থানীয়রাও
শীতের মরসুমে হিমাচল প্রদেশ বরাবরই পর্যটকদের স্বর্গরাজ্য। জাঁকিয়ে ঠান্ডা, তুষার ঝড়, বরফে বরফ চারদিক। শীতের হিমাচল মানেই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের।
বরফ তোদের ডাক দিয়েছে, আয় রে ছুটে আয় আয়.. শীতের মরসুমে হিমাচল প্রদেশ বরাবরই পর্যটকদের স্বর্গরাজ্য। জাঁকিয়ে ঠান্ডা, তুষার ঝড়, বরফে বরফ চারদিক। শীতের হিমাচল মানেই হাতছানি দিয়ে ডাকে পর্যটকদের। তবে করোনা কালে হিমাচলের পর্যটন একেবারে তলানিতে ঠেকে। কোভিডের দুনিয়ায় কে বা ঝুঁকি নিয়ে ঘুরতে যায়। করোনা ঝড় পুরোপুরি কাটার পর এবার প্রকৃতিও ঢেলে দিয়েছে হিমাচলকে। সিমলা, কুলু-মানালি, ধর্মশালা, ডালহৌসিতে এবার রেকর্ড শীত পড়েছে। ডিসেম্বরের পর জানুয়ারির বেশীরভাগ সময়টাই হিমাচলের সিমলা বেশ কিছু জায়গায় নিয়মিত তুষারপাত হয়েছে। আর হিমাচলের তুষারপাত মানেই পর্যটকদের গাড়ির ভিড়।
তুষারপাতও হচ্ছে ফলে পর্যটকদের ভিড়ে মাতোয়ারা রাজ্য। মাঝে একবার কোভিড নিয়ে দেশে উদ্বেগের পরিস্থিতিও হিমাচলে পর্যটকদের ভিড় আটকে থাকেনি। ছুটির মরসুমে তো বটেই এবার হিমাচলে উইকএন্ডেও ভিড়ে ভিড়। হোটেল মালিকরা বেজায় খুশি, স্থানীয়দের মুখেও হাসি। করোনা কালে যাদের মাথায় হাত ছিল, তাদেরই এখন হাতে অনেক কাজ।
গতকাল রাতে তুষারঝড়ের পর সিমলা এখন, দেখুন ভিডিয়ো
সিমলা, মানালির পাশাপাশি এবার হিমাচলে খাজিয়ারর, কালপা, লাহুল-স্পিত ভ্যালিতেও ব্যাপক ভিড়। সোশ্যাল মিডিয়ার দৌলতে ভিডিয়ো দেখে লাহুল-স্পিত ভ্যালিতে লোকে লোকারণ্য়। চার পাঁচ বছর আগেও এইসব অঞ্চলে পর্যটকরা সেভাবে যেতেন না।