Haryana: রাজ্যে ৫০০ টাকায় রান্নার গ্যাস দেবে সরকার, উপকৃত হবেন লক্ষাধিক মানুষ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
আগামী কয়েকমাসের মধ্যেই হরিয়ানাতে নির্বাচন রয়েছে। এবারের নির্বাচনে জেজেপিকে ছাড়াই লড়বে বিজেপি। যার ফলে আদৌ গেরুয়া বাহিনী পুনরায় ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে খট্টর-সাহানিরা।
আগামী কয়েকমাসের মধ্যেই হরিয়ানাতে নির্বাচন রয়েছে। এবারের নির্বাচনে জেজেপিকে ছাড়াই লড়বে বিজেপি। যার ফলে আদৌ গেরুয়া বাহিনী পুনরায় ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে চিন্তায় রয়েছে খট্টর-সাহানিরা। অন্যদিকে কৃষক আন্দোলন এবং গত লোকসভা নির্বাচনের কারণে অনেকটা আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির। ফলে ২৪-এর বিধানসভা নির্বাচনে আগে বিজেপিকে আরও শক্তি দিয়ে লড়তে হবে, একথা ভালোভাবেই বুঝে গিয়েছে বিজেপি নেতৃত্ব। তাই এবার মহিলা ভোটব্যাঙ্ ও মধ্যবিত্তদের ভোট নিজেদের দখলে রাখতে দাম কমানো হল রান্নার গ্যাসের। মুখ্যমন্ত্রী নয়াব সিং সাহানি (Nayab Singh Saini) ঘোষণা করলেন রান্নার গ্যাসের দাম কমিয়ে ৫০০ টাকায় আনবে রাজ্য সরকার।
শুক্রবার একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, হরিয়ানা ৮৬ লক্ষ মানুষ যাঁদের বার্ষিক আয় ১ লক্ষ ৮০ হাজার এবং যাঁদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাতে নাম রয়েছে সেই সমস্ত মহিলাদের ৫০০ টাকায় গ্যাস সিলিন্ডার প্রদান করবে রাজ্য সরকার। বর্তমানে দেশজুড়ে এলপিজি সিলিন্ডারের দাম ৮০০ টাকার বেশি। সেই হিসেবে দাম কমিয়ে যদি ৫০০ টাকা করা হয় তাহলে উপকৃত হবেন বহু মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবার।
যদিও এইসব ঘোষণা করে কোনও লাভ হবে না বলে দাবি কংগ্রেসের। স্থানীয় নেতৃত্বের মতে, বিজেপি ক্রমশ শক্তি হারাচ্ছে। মুখ্যমন্ত্রী হিসেবে সাহানিকে নিয়ে বেজায় ক্ষুব্ধ রাজ্যবাসী। এমনকী বিজেপির অন্দরেও এই নিয়ে বেশ ভালোই ক্ষোভ ছড়িয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি বিধায়ক অনিল বিজের বেফাঁস মন্তব্যে প্রায়শই বিদ্ধ হচ্ছে সাহানি সরকার। অন্যদিকে লোকসভা ভোটে ১০টির মধ্যে বিজেপির ৫টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী কংগ্রেস শিবির