Sameer Wankhede: মুম্বইতে ৪টি ফ্ল্যাট, বিদেশ ভ্রমণ, আরিয়ান মাদক মামলার অফিসার সমীর ওয়াংখেড়ের বিলাসবহুল জীবন, রিপোর্ট
কর্ডিয়েলা ক্রুজ মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে এবং তাঁর নেতৃত্বাধীন দল। আরিয়ানের গ্রেফতারির পর তাঁকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি চান বলে অভিযোগ।
মুম্বই, ১৯ মে: আরিয়ান খান (Aryan Khan) মাদক মামলার (Drug Case) তৎকালীন অফিসার সমীর ওয়াংখেড়েকে নিয়ে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসতে শুরু করেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর জোনাল অফিসার (তৎকালীন) সমীর ওয়াংখেড়ে মুম্বইতে ৪টি ফ্ল্যাটের মালিক। সিবিআইয়ের (CBI) রিপোর্টে এমনই তথ্য সামনে আসতে শুরু করেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা রিপোর্টে আরও যে তথ্য সামনে আসে, তা থেকে জানা যায়, সমীর ওয়াংখেড়ে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে ৫বার বিদেশ ভ্রমণ করেছেন। একেবারে ব্যক্তিগতভাবেই ৫বার বিদেশ ভ্রমণ করেন ওয়াংখেড়ে। ব্রিটেন, আয়ারল্যান্ড, পর্তুগাল, দক্ষিণ আফ্রিকা এবং মালদ্বীপ ছিল সমীর ওয়াংখেড়ের ভ্রমণের তালিকায়। গত ৫ বছরে সমীর ওয়াংখেড়ে য়ে হারে বিদেশ ভ্রমণ করেছেন, তার তালিকা দেখে চোখ কপালে উঠতে শুরু করেছে অনেকের। এসবের পাশাপাশি সমীর ওয়াংখেড়ের রয়েছে রোলেক্স ঘড়ির সমাহার।
প্রসঙ্গত কর্ডিয়েলা ক্রুজ মাদক কাণ্ডে আরিয়ান খানকে গ্রেফতার করেন সমীর ওয়াংখেড়ে এবং তাঁর নেতৃত্বাধীন দল। আরিয়ানের গ্রেফতারির পর তাঁকে মুক্ত করতে শাহরুখ খানের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি চান বলে অভিযোগ। যে তথ্য প্রকাশ্যে আসতেই তা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।
জানা যায়, শাহরুখের (Shah Rukh Khan) ম্যানেজার পূজা দাদলানি সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, আরিয়ানকে মুক্ত করতে শাহরুখের কাছে সমীর ওয়াংখেড়ে ২৫ কোটি দাবি করেন।