IPL Auction 2025 Live

Arvind Kejriwal: সিবিআই হেফাজতে দিল্লির মুখ্যমন্ত্রী, 'একনায়ক ধ্বংস হোক', কেন্দ্রকে কটাক্ষ কেজরিওয়ালের স্ত্রী সুনীতার

আগামী ৩ দিন সিবিআই হেফাজতে থাকার সময় কেজরিওয়াল যেমন পড়ার জন্য গীতা পাবেন, তেমনি বাড়ির খাবারও খেতে পারবেন বলে জানানো হয়।

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ২৭ জুন: আবগারী দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Case) আদালত চত্ত্বর থেকে অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) বুধবার গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির পর কেজরিওয়াল বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন। আগামী ৩ দিন সিবিআই হেফাজতে থাকার সময় কেজরিওয়াল যেমন পড়ার জন্য গীতা পাবেন, তেমনি বাড়ির খাবারও খেতে পারবেন বলে জানানো হয়। এসবের মাঝে এবার কেজরিকে সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে তোপ দাগলেন সুনীতা কেজরিওয়াল। তিনি বলেন, ঈশ্বর প্রত্যেককে জ্ঞান দান করুন, এই প্রার্থনাই সর্বদা করেন তিনি। কিন্তু বর্তমানে 'স্বৈরতন্ত্র ধ্বংস হোক' বলেও তিনি সর্বদা প্রার্থনা করছেন বলে নাম না করেই কেন্দ্রকে কটাক্ষ করেন সুনীতা কেজরিওয়াল।

আরও পড়ুন: Arvind Kejriwal: বেল্ট নয় তবে CBI হেফাজতে গীতা পাবেন কেজরিওয়াল, খেতে পারবেন বাড়ির খাবার

বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তোলা হয় অরবিন্দ কেজরিওয়ালকে। আদালতে থাকাকালীনই কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই। এরপরই কেজরিওয়ালকে ৩ দিনের সিবিআই হেফাজতে রাখা হবে বলে জানানো হয়।