Swati Maliwal: স্বাতী মালিওয়ালের সঙ্গে 'খারাপ আচরণ' করেছেন কেজরিওয়ালের পি এ, বললেন আপের সঞ্জয় সিং

সোমবার একটি খবর প্রকাশ্যে আসে। অভিযোগে জানা যায়, অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার স্বাতী মালিওয়ালকে হেনস্থা করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পর স্বাতী মালিওয়ালকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। যে খবর প্রকাশ পেতেই তা নিয়ে জোর চাঞ্চল্য ছড়ায়।

Swati Maliwal, Sanjay Singh (Photo Credit: ANI/Twitter/PTI)

দিল্লি, ১৪ মে: অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পি এ বিভব কুমার খারাপ আচরণ করেছেন, হেনস্থা করেছেন স্বাতী মালিওয়ালকে। আন্তর্বতী জামিনে মুক্তির পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে যান স্বাতী মালিওয়াল (Swati Maliwal) । কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতেই দিল্লিতে তাঁর বাসভবনে গিয়ে বসার ঘরে অপেক্ষা করছিলেন সাংসদ। ওই সময় কেজরিওয়ালের পি এ স্বাতী মালিওয়ালের সঙ্গে খারাপ আচরণ করেন বলে অভিযোগ ওঠে। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানালেন আম আদমি পার্টির সঞ্জয় সিং। আপ নেতা বলেন, মুখ্যমন্ত্রী গোটা ঘটনা শুনেছেন। তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।

আরও পড়ুন: Swati Maliwal: হেনস্থা স্বাতী মালিওয়ালকে? বিস্ফোরক অভিযোগ আপ সাংসদের

শুনুন কী বললেন আপ নেতা সঞ্জয় সিং...

 

সোমবার একটি খবর প্রকাশ্যে আসে। অভিযোগে জানা যায়, অরবিন্দ কেজরিওয়ালের পি এ বিভব কুমার স্বাতী মালিওয়ালকে হেনস্থা করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার পর স্বাতী মালিওয়ালকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। যে খবর প্রকাশ পেতেই তা নিয়ে জোর চাঞ্চল্য ছড়ায়।

সম্প্রতি দিল্লির মহিলা কমিশনের প্রধান পদ থেকে ইস্তফা দেন স্বাতী মালিওয়াল।  দিল্লির মহিলা কমিশনের প্রধানের পদ থেকে ইস্তফা দেওয়ার পর আম আদমি পার্টিতে যোগদান করেন স্বাতী।