Arvind Kejriwal: মঙ্গলেই পদত্যাগ, লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করে ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
মঙ্গলবার ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করা জন্যে অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অরবিন্দ। সেই মত বিকেল ৪টের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন লেফটেন্যান্ট গভর্নর।
নয়া দিল্লি, ১৬ সেপ্টেম্বরঃ আবগারি দুর্নীতি মামলায় জেলমুক্তির পর দিল্লিবাসীর কাছে 'অগ্নিপরীক্ষা' দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। পদত্যাদ করার ঘোষণা করেছেন আপ সুপ্রিমো। জানিয়েছেন, আগামী বছর রাজধানীর বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর ভোটে জয়লাভ করে তবেই পুরনায় দিল্লির মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন তিনি। জানা যাচ্ছে, আগামীকাল মঙ্গলবারই ইস্তফা দেবেন কেজরিওয়াল। দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার (LG VK Saxena) সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র তাঁর হাতে তুলে দেওয়ার ভাবনা চিন্তা করছেন মুখ্যমন্ত্রী। আপ সূত্রে খবর, মঙ্গলবার ভি কে সাক্সেনার সঙ্গে দেখা করা জন্যে অনুমতি বা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলেন অরবিন্দ। সেই মত বিকেল সাড়ে ৪টের সময়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন লেফটেন্যান্ট গভর্নর।
অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) পদত্যাগের ঘোষণার পর থেকেই জোর জল্পনা শুরু হয়েছে সর্বত্র। রাজধানীর পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবে? দলের অন্দরে কানাঘুষো খবর, স্ত্রী সুনীতা কেজরিওয়ালকে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী করে নিজের আসন ছাড়ছেন আপ আহ্বায়ক। তবে বিবিধ জল্পনার মাঝে দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে আপ শীর্ষ নেতৃত্ব একেবারেই মুখে কুলুপ এঁটেছেন।
গত মার্চ মাসে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডি এবং পরে সিবিআই দ্বারা গ্রেফতার হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দীর্ঘ ছয় মাস হাজতবাসের পর শুক্রবার ১৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে জামিন মেলে আপ সুপ্রিমোর। তিহাড় থেকে বেরিয়ে রবিবার প্রথমবার দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিয়ে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান তিনি।