Chhath Puja 2021: রাজধানীতে ছট পুজোর অনুমতি দিন, অনিল বৈজলকে চিঠি লিখলেন অরবিন্দ কেজরিওয়াল

রাজধানীতে ছট পুজোর (Chhath Puja 2021) অনুমতি দিন। এই মর্মে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)।

Arvind Kejriwal (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১৪ অক্টোবর: রাজধানীতে ছট পুজোর (Chhath Puja 2021) অনুমতি দিন। এই মর্মে লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লির মুখ্যমন্ত্রী লিখেছেন, “গত তিনমাস ধরে দিল্লিতে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। করোনাকালে যাবতীয় কোভিড বিধি মেনে ছট পুজোর অনুমতি আমরা দিতেই পারি, এটা আমার বিশ্বাস। প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থানে কোভিড বিধি মেনে বাসিন্দাদের উৎসব পালনের অনুমতি দেওয়া হয়েছে। আমি অনুরোধ করছি, দিল্লি বিপর্যয় নিয়্ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে একটি বৈঠক করে এই নির্দেশিকা পাস হোক এবং ছট পুজোর অনুমতি দেওয়া হোক।” এমন সময় চিঠি এল, যখন দিল্লির বিরোধী রাজনৈতিক দল বিজেপিও ছট পুজোর অনুমতির জন্য সরব হয়েছে। আরও পড়ুন-West Bengal Weather Update: নবমীতেও মুখ ভার আকাশের, উমা বিদায়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

দিল্লিতে ছট পুজোর অনুমতি যাতে দেওয়া হয়, সেজন্য বিজেপি সভাপতি মনোজ তিউয়ারি মঙ্গলবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে দলীয় কর্মীদের সঙ্গে বিক্ষোভ দেখান। গত ৩০ সেপ্টেম্বর দিল্লি সরকার এক বিবৃতিতে জানিয়েছিল, করোনা পরিস্থিতিতে, রাজধানীতে জনসমক্ষে, প্রকাশ্যে নদীর তীরে বা মন্দিরে ছট পুজো হবে না। জনগণ বাড়িতেই নিজেদের মতো করে এবার ছট পুজো করুক। ডিডিএম-এর তথ্য অনুসারে রামলীলা ময়দানে কোভিড বিধি মেনে দুর্গাপুজো হলেও দিল্লিতে এবার ছট পুজো নিষিদ্ধ। কেউই প্রকাশ্যে, নদীর তীরে ছট পুজো করতে পারবেন না।



@endif