Arvind Kejriwal on MCD Election Result: পুরনিগম দখল করল আম আদমি পার্টি, জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী কেজরীওয়াল
দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন-"আমি এই জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানাই এবং এই পরিবর্তন আনার জন্য তাদের ধন্যবাদ জানাই।
দিল্লি বিধানসভার পর এ বার দিল্লি পুরনিগমও হাতে চলে এল আপের। সকাল থেকেই প্রবণতা বুঝতে পেরে আপের দফতরে ভিড় বাড়িয়েছেন সমর্থকরা। বাজছে ঢাক, ঢোল। ফাটছে বাজি। চত্বর জুড়ে উৎসবের মেজাজ। এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ঘোষিত ওয়ার্ডের নিরিখে সংখ্যাগরিষ্ঠতা (১২৬টি ওয়ার্ড) পেরিয়ে গেছে আপ। আপ জিতেছে ১৩৪টি ওয়ার্ড। বিজেপি ১০৪টি ওয়ার্ডে জয়লাভ করেছে।কংগ্রেস পেয়েছে ৯টি ওয়ার্ড এবং অন্যান্যরা ৩ টি ।
আম আদমি পার্টি দিল্লি নগরনিগম(MCD) নির্বাচনে জয়ী হওয়ার পর সদস্য সমর্থক ও সাধারণ মানুষের মুখোমুখি হয়ে ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী এবং এএপি জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন-
"আমি এই জয়ের জন্য দিল্লির জনগণকে অভিনন্দন জানাই এবং এই পরিবর্তন আনার জন্য তাদের ধন্যবাদ জানাই।
I congratulate the people of Delhi for this win and thank them for bringing change: Delhi CM and AAP national convenor Arvind Kejriwal as the party wins the Delhi MCD elections pic.twitter.com/UOctd9VjVC
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আর ও বলেন-
আমি দিল্লির জন্য বিজেপি ও কংগ্রেসের সহযোগিতা চাই। দিল্লিকে আরও ভাল করার জন্য আমি কেন্দ্রের কাছে আবেদন জানাব এবং প্রধানমন্ত্রীর আশীর্বাদ চাইব। আজ দিল্লির মানুষ গোটা জাতিকে একটা বার্তা দিয়েছে, তাই আমাদের এমসিডিকে দুর্নীতিমুক্ত করতে হবে।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)