IPL Auction 2025 Live

Arvind Kejriwal: '১৪০ কোটি মানুষকে একত্রিত হয়ে একনায়কতন্ত্রকে পরাজিত করতে হবে', জামিন পেয়ে বললেন কেজরিওয়াল

অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'আমাদের দেশের বয়স ৪ হাজার বছরেরও বেশি। কিন্তু যখন কেউ এদেশে একনায়কতন্ত্র চাপানোর চেষ্টা করেছে, মানুষ তাকে প্রশ্রয় দেয়নি।'

Arvind Kejriwal (Photo Credit: ANI/Twitter)

দিল্লি, ১০ মে:  শুক্রবার ২১ দিনের জন্য অন্তর্বতী জামিন মঞ্জুর হয় অরবিন্দ কেজরিওয়ালের (Arvind kejriwal)। শুক্রবার দিল্লির তিহাড় (Tihar)  জেল থেকে বেরোন কেজরিওয়াল। তিহাড় জেল থেকে বেরতেই কেজরিওয়ালকে দেখে আপলুত হয়ে পড়েন আম আদমি পার্টি অসংখ্য কর্মী, সমর্থকরা। অরবিন্দ কেজরিওয়াল বলেন,  'আমাদের দেশের বয়স ৪ হাজার বছরেরও বেশি। কিন্তু যখন কেউ এদেশে একনায়কতন্ত্র  চাপানোর চেষ্টা করেছে, মানুষ তাকে প্রশ্রয় দেয়নি।' কেজরিওয়ালের কটাক্ষ,  'দেশ আজ স্বৈরাচারের সময় পার করছে। আমি এর বিরুদ্ধে লড়াই করছি। সেই কারণে দেশের ১৪০ কোটি মানুষকে একত্রিত হতে হবে এবং আমরা এর বিরুদ্ধে লড়াই করব।'

আরও পড়ুন: Arvind Kejriwal: 'দেশকে একনায়কতন্ত্র থেকে রক্ষা করতে হবে', জেল থেকে বেরিয়ে বললেন কেজরিওয়াল

এসবের পাশাপাশি আপ প্রধান আরও বলেন,  শ'নিবার সকাল ১১টায়, আমি কনটপ্লেসের হনুমান মন্দিরে যাব। এরপর  দুপুর ১টায় পার্টি অফিসে সংবাদ সম্মেলন করব।' জামিনের পরদিন সন্ধ্যায় কেজরিওয়াল দক্ষিণ দিল্লিতে একটি রোড শো করবেন বলেও জানান।