(Photo Credits: PTI)

দিল্লি,১২ ডিসেম্বর: ফের চিনা (China) সেনার মুখোমুখি ভারতীয় সেনা (Indian Army)। চলতি মাসের ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) তাওয়াং সেক্টরে (Tawang) ভারতীয় সেনা এবং চিনা পিপলস আর্মির মুখোমুখি সংঘর্ষ হয় বলে খবর মেলে। যার জেরে দুই দেশেরই বেশ কয়েকজন সেনা কর্মী আহত হন। ৯ ডিসেম্বর চিনা সেনা এবং ভারতীয় সেনার মুখোমুখি সংঘর্ষের পরপরই সেখান থেকে দুই দেশের বাহিনী সরে যায়। ফলে সংঘর্ষ আর বেশি দূর এগোয়নি। সূত্রের তরফে মিলছে এমন খবর।

সূত্রের খবর, ৯ ডিসেম্বর অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে চিনা লিবারেশন আর্মির প্রায় ৩০০ সেনা হাজির হয়। বিপুল সংখ্যক চিনা সেনা তাওয়াং সেক্টরে হাজির হওয়ায়, ভারতীয় বাহিনীও পালটা জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। ফলে দুই দেশের সেনা বাহিনীর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়তে শুরু করে।

আরও পড়ুন: Indian Army's Drill: অরুণাচলের তাওয়াং সেক্টরে মহড়া চালাচ্ছে ভারতীয় সেনা

প্রসঙ্গত এর আগে ২০২০ সালে ১৫ জুন গালওয়ানেও ঠিক একইভাবে চিনা সেনার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে ভারতীয় বাহিনী। গালওয়ানে সংঘর্ষের জেরেও ২০ জন ভারতীয় সেনার মৃত্যু হয়। যার জেরে ভারত, চিন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ চড়তে শুরু করে।

 


আপনি এটাও পছন্দ করতে পারেন

Arvind Kejriwal: কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদ থেকে অপসারণ চেয়ে দায়ের হওয়া মামলা 'ভিত্তিহীন', হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও খারিজ মামলা

Arvind Kejriwal: 'কেন গ্রেফতার করা হল, কী অপরাধ আমার?' রোড শো থেকে প্রশ্ন ছুঁড়লেন অন্তর্বর্তী জামিনে মুক্তি পাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল

IRE vs PAK 2nd T20I Live Streaming: আয়ারল্যান্ড বনাম পাকিস্তান, দ্বিতীয় টি-২০, সরাসরি দেখবেন যেখানে (ভারত এবং বাংলাদেশ)

RCB vs DC, IPL 2024 Live Streaming: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম দিল্লি ক্যাপিটালস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

Arvind Kejriwal: ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে দেশজুড়ে গরীবদের বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

CSK vs RR, IPL 2024 Live Streaming: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস, আইপিএল ২০২৪; সরাসরি দেখবেন যেখানে

BAN vs ZIM 5th T20I Live Streaming: বাংলাদেশ বনাম জিম্বাবয়ে, পঞ্চম টি-২০, সরাসরি দেখবেন যেখানে

Arvind Kejriwal: ভগবান আমায় ২১ দিন দিয়েছে, সারা দিনে ২৪ ঘণ্টা খেটে একনায়কতন্ত্রকে পরাস্ত করব, বললেন কেজরিওয়াল