Arun Jaitley Health Update: চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি, জানাল উপরাষ্ট্রপতির সচিবালয়

দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শরীরের অবস্থা নিয়ে ভাল খবর দিল উপরাষ্ট্রপতির দফতর। AIIMS-র চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি। এমন কথাই দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সচিবালয় থেকে জানানো হয়েছে।

অরুণ জেটলি। (Photo Credits: IANS)

নয়া দিল্লি, ১০ অগাস্ট: দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির শরীরের অবস্থা নিয়ে ভাল খবর দিল উপরাষ্ট্রপতির দফতর। AIIMS-র চিকিৎসায় সাড়া দিচ্ছেন অরুণ জেটলি। এমন কথাই দেশের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর সচিবালয় থেকে জানানো হয়েছে। আজ, সকালে অসুস্থ অরুণ জেটলিকে দেখতে এইমস (AIIMS)-এ গিয়েছিলেন ভেঙ্কাইয়া নাইডু।

৬৬ বছরের অরুণ জেটলি এখন আইসিইউ-তে ভর্তি। উপরাষ্ট্রপতির সচিবালয় সূত্রে খবর, ডাক্তাররা জানিয়েছেন অরুণ জেটলি এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন। এরআগে গতকাল রাতে জানা যায় অরুণ জেটলির অবস্থা স্থিতিশীল।  আরও পড়ুন- কেরলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিল, মৃত ৪২

গতকাল, শুক্রবার সকাল ১১টায় এইমসে ভর্তি করা হয় জেটলিকে। তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে রাখা হয়েছে। অসুস্থ অরুণ জেটলিকে দেখতে গতকালই AIIMS-এ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ বিশিষ্টরা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, লোকসভার স্পিকার ওম বিড়লা-ও অসুস্থ অরুণ জেটলিকে দেখতে AIIMS-এ গিয়েছেন। কার্ডিওলজি বিভাগের আইসিইউ-তে চিকিত্সাধীন প্রাক্তন অর্থমন্ত্রী। তাঁর চিকিতসার দায়িত্বে রয়েছে ডাক্তারদের বিশেষ একটি দল।

। শরীরটা বেশ কয়েক দিন ধরেই সঙ্গ দিচ্ছে না তাঁর। খারাপ শরীরের জন্যই তিনি লোকসভা নির্বাচন ২০১৯ এ প্রতিদ্বন্দ্বিতা করেননি। মোদি টু মন্ত্রিসভাতে-ও অনেক অনুরোধের পরেও থাকতে চাননি। দু’মাস আগেও কোনো এক অজ্ঞাত ব্যাধির কারণে এইমসে ভর্তি হন জেটলি। সেসময় কিছু পরীক্ষা এবং চিকিৎসার পর ২৩ মে ছেড়ে দেওয়া হয়েছিল তাঁকে।