Apache Helicopter : ভারতীয় সেনাবাহিনীর জন্য অ্যাপাচে হেলিকপ্টার বানানো শুরু করল বোয়িং

২০২৪ এর মধ্যে আরও ৬ টি বোয়িং হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করেছে বোয়িং

বোয়িং এএইচ- ৬৪ই অ্যাপাচে গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার (Photo Credits: ANI)

ভারতীয় সেনার জন্য অ্যাটাক হেলিকপ্টার অ্যাপাচে AH-64E তৈরি করা শুরু করল বোয়িং। মার্কিন যুক্তরাষ্ট্রের মেসা, অ্যারিজোনাতে তৈরি হবে ভারতীয় সেনার এই হেলিকপ্টার।

ভারতীয় সেনাবাহিনীতে ব্যবহত এই AH-64E হেলিকপ্টারটি উন্নত প্রযুক্তি এবং অতুলনীয় পরিষেবার জন্য বিখ্যাত। টাটা এবং বোয়িং যৌথভাবে তৈরি করবে এই হেলিকপ্টার। হয়দরাবাদে তৈরি করা হবে এই হেলিকপ্টারের ধাঁচা।

বছরের শুরুতেই টিবিএএলের(Tata Boaing Aerospace Limited) তরফে ভারতীয় সেনাবাহিনীকে একটি হেলিকপ্টারের ধাঁচা দেওয়া হয়। ২০২৪ এর মধ্যে আরও ৬ টি বোয়িং হেলিকপ্টার তৈরি করার কাজ শুরু করেছে বোয়িং।

প্রায় ৩০০ টি স্থানীয় কোম্পানির সঙ্গে বিমানের অন্যান্য সামগ্রী গড়ে তোলার ক্ষেত্রে বোয়িং যে ব্যবস্থা নিচ্ছে তাতে ভারতে স্থিতিশীলভাবে বিমান তৈরির ক্ষেত্রে এক দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যে তারা রয়েছেন সে বিষয়ে কোন সন্দেহ নেই।

ভারতে ইতিমধ্যেই ৫ হাজার কর্মচারীকে নিযুক্ত করেছে বোয়িং।এর পাশাপাশি ১৩ হাজার সাপ্লাই চেন পার্টনারের মাধ্যমে এক কর্মযোগী পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টায় রয়েছে বোয়িং।