Monkeypox: কেরলে বাড়ছে সংক্রমণ, UAE থেকে ফিরে মাঙ্কিপক্সে আক্রান্ত আরও এক যুবক

কেরলের পাশাপাশি দিল্লিতেও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানা যায়। নাইজেরিয়া ফেরৎ ওই ব্যক্তিকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়।

Monkeypox (Photo Credit: File Photo)

দিল্লি, ২ অগাস্ট: ফের মাঙ্কিপক্সের (Monkeypox) থাবা কেরলে (Kerala)। সংযুক্ত আরব আমিরশাহি (UAE) থেকে কেরলের মাল্লাপুরমে ফেরার পর এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। মাল্লাপুরমের একটি হাসপাতালে বর্তমানে চিকিৎসারত বছর ৩০-এর এক যুবক। প্রসঙ্গত, ২৭ জুলাই ওই যুবক সংযুক্ত আরব আমিরশাহি থেকে কোঝিকোড় বিমানবন্দরে আসেন। এরপর মাল্লাপুরমে নিজের বাড়িতে পৌঁছতেই তাাঁর শরীরে মাঙ্কিপক্সের উপসর্গ দেখা দেয়। এমনই জানান কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ।

 

কেরলের পাশাপাশি দিল্লিতেও এক ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত বলে জানা যায়। নাইজেরিয়া ফেরৎ ওই ব্যক্তিকে দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: Monkeypox: নাইজেরিয়া ফেরৎ ব্যক্তি আক্রান্ত মাঙ্কিপক্সে, দিল্লিতে আরও ২আক্রান্ত? আতঙ্ক

নাইজেরিয়া ফেরৎ ওই ব্যক্তির পাশাপাশি আরও ২ জন দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।