Shimla Building Disaster: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় হিমাচলে নতুন করে বিপর্যয়, ফের ভূমিধসে সিমলায় ভাঙল পাঁচটি বাড়ি, দেখুন ভিডিয়ো

দেশজুড়ে চলা স্বাধীনতা দিবসের উদযাপনের মাঝে হিমাচলপ্রদেশ থেকে ফের বড় বিপর্যয়ের খবর।

Major Disaster in the Shimla. (Photo Credits: Twitter)

দেশজুড়ে চলা স্বাধীনতা দিবসের উদযাপনের মাঝে হিমাচলপ্রদেশ থেকে ফের বড় বিপর্যয়ের খবর। স্বাধীনতা দিবসের রঙীন সন্ধ্য়ায় হিমাচলের সিমলা নেমে এলে বিপর্যয়ের আঁধার। প্রবল বৃষ্টিপাতের পর সিমলায় নতুন করে শুরু হয়েছে ভূমিধস। ভূমিধসে লালপানির কাছে কিছু ঘর ভেঙে পড়েছে। ভেঙে পড়া ঘরগুলির ধ্বংসস্তুপে আটকে আছেন বেশ কয়েকজন।

হিমাচল প্রদেশে (Himachal Pradesh) এক নাগাড়ে বৃষ্টির জেরে বিপর্যয় নামতে শুরু করেছে। কখনও শিমলা আবার কখনও মান্ডি, হিমাচলের একের পর এক জায়গা থেকে বিপর্যয়ের খবর আসতে শুরু করেছে। গত রবিবার রাত থেকে এক নাগাড়ে বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের শিমলায় মৃত্যুর খবর আসছে।

দেখুন ভিডিয়ো

— Go Himachal (@GoHimachal_) August 15, 2023

দেখুন ভিডিয়ো

মঙ্গলবার শিমলায় পরপর ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী, রাজ্যের বিপর্যয় মোকাবিলাকারী বাহিনী এবং পুলিশ একযোগে মোতায়েন করা হয়েছে শিমলায় উদ্ধার কাজ চালাতে। সোমবার একটানা বর্ষণের জেরে শিমলা-কালকা রেললাইন কার্যত ধুয়েমুছে যায়। যে ছবি প্রকাশ্যে আসতেই তা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

 



@endif