Anju-Nasrullah Case: পাকিস্তানি প্রেমিককে বিয়ের পর সন্তানকে ভারত থেকে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন অঞ্জু

অঞ্জুর বাবা গয়া প্রসাদ থমাস জানান, তাঁর মেয়ে স্বামীর কাছ থেকে দুই সন্তানকে পাকস্তানে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে শুরু করেছেন। গয়া প্রসাদ থমাস জানান, অঞ্জু তাঁর জামাইকে বার বার হুমকি দিতে শুরু করেছেন।

Anju-Nasrullah (Photo Credit: File Photo)

ভোপাল, ২ অগাস্ট:  পাকিস্তানে গিয়ে প্রেমিক নাসরুল্লাকে বিয়ের পর এবার ভারতীয় স্বামীকে হুমকি দিতে শুরু করেছেন অঞ্জু রাফায়েল। রিপোর্টে প্রকাশ, পকিস্তানি প্রেমিক নাসরুল্লাকে বিয়ের পর এলার নিজের দুই সন্তানকে সীমান্ত পার করে নিয়ে যাওয়ার হুমকি দিলেন অঞ্জু রাফায়েল। অঞ্জুর বাবা গয়া প্রসাদ থমাস জানান, তাঁর মেয়ে স্বামীর কাছ থেকে দুই সন্তানকে পাকস্তানে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিতে শুরু করেছেন। গয়া প্রসাদ থমাস জানান, অঞ্জু তাঁর জামাইকে বার বার হুমকি দিতে শুরু করেছেন। পাকিস্তানে যাওয়ার পর থকেই তাঁর মেয়ে বার বার সন্তানদের সে দেশে নিয়ে য়াওয়ার জন্য হুমকি দিতে শুরু করেছেন বলে জানান গয়া প্রসাদ।

পাশাপাশি তিনি আরও জানান,  অঞ্জু যবে থেকে পাকিস্তানে গিয়েছেন, তখন থেকেই তাঁর জন্য মৃত। অঞ্জুর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই বলে জানান গয়া প্রসাদ।

বর্তমানে পুলিশ থমাস পরিবারের উপর নজর রেখেছে। গ্বালিয়রের পুলিশ সুপার রাজেশ প্রসাদ জানান, থমাস পরিবারের উপর তাঁদের সর্বক্ষণ নজর রয়েছে।



@endif