Anjali Murder Case: ট্রেনে করে পালাতে গিয়ে পুলিশের হাতে পাকড়াও অভিযুক্ত! অঞ্জলি হত্যা মামলায় গ্রেফতার গিরিশ

রাতের অন্ধকারে প্রেমিকাকে হত্যা করে পালিয়েছিল কর্ণাটকের (Karnataka) হুবলির বাসিন্দা গিরিশ ওরফে বিশ্ব। সেই ঘটনার তদন্তে অবশেষে গ্রেফতার অভিযুক্ত। জানা যাচ্ছে, ট্রেনে করে পালাতে যাচ্ছিল ওই ব্যক্তি। সেই সময়ই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আপাতত গিরিশের চিকিৎসা চলছে বলে জানিয়েছে হুবলি ধারওয়াদ থানার পুলিশ কমিশনার রেনুকা সুকুমার।

জানা যাচ্ছে, ট্রেনে সফর করার সময় এক মহিলা যাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করে গিরিশ। তখন বাকি যাত্রীরা তাঁর ওপর চড়াও হলে বেগতিক বুঝে ট্রেন থেকে ঝাঁপ দেয়। তারপর ঘটনাস্থলে দেবানগরি থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে যায়। তারপরে তাঁর পরিচয় পাওয়া গেলে হুবলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার কারণে চোট লাগে গিরিশে। সেই কারণে কেআইএমএস হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, হুবলির বীরাপুরার ওনি গ্রামের বাসিন্দা বছর ২০-এর অঞ্জলি আম্বিগেরা গিরিশের প্রেমের প্রস্তাব প্রত্যাখান করেন। সেই কারণে রাগের মাথায় গত ১৫ মে রাতের অন্ধকারে অঞ্জলির বাড়িতে ঢুকে ছুরি দিয়ে তাঁকে কুঁপিয়ে হত্যা করে ওই যুবক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অঞ্জলির। আর তারপরেই গিরিশ পালিয়ে যায়।