Anil Vij Health Update: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ, থাকবেন অক্সিজেন সাপোর্টে

অবশেষে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর এই হাসপাতালে ভর্তি হন প্রবীণ বিজেপি নেতা। করোনা পরব্রতী জটিলটা ও ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। তবেছাড়া পেলেও আপাতত বাড়িতে অক্সিজেন সাপোর্টেই রাখা হবে অনিল ভিজকে। এদিন নিজের সুস্থতার খবর ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর টুইটারে জানান তিনি। গত ২০ নভেম্বর হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পরীক্ষামূলক প্রয়োগের ট্রায়ালে যোগ দেন অনিল ভিজ।

অনিল ভিজ (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩০ ডিসেম্বর: অবশেষে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ ডিসেম্বর এই হাসপাতালে ভর্তি হন প্রবীণ বিজেপি নেতা। করোনা পরব্রতী জটিলটা ও ভাইরাল নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি। তবেছাড়া পেলেও আপাতত বাড়িতে অক্সিজেন সাপোর্টেই রাখা হবে অনিল ভিজকে। এদিন নিজের সুস্থতার খবর ও হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর টুইটারে জানান তিনি। গত ২০ নভেম্বর হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেকের তৈরি করোনা প্রতিষেধক কোভ্যাক্সিনের তৃতীয় পরীক্ষামূলক প্রয়োগের ট্রায়ালে যোগ দেন অনিল ভিজ। ৬৭ বছরের এই প্রবীণ রাজনীতিক স্বেচ্ছাসেবক হিসেবে কোভ্যাক্সিনের একটা ডোজ নিয়েছিলেন। আরও পড়ুন-WhatsApp Will Stop Working: ৩১ ডিসেম্বরেই শেষ, ২০২১-এ এই ফোনে কাজ করবে না হোয়াটসঅ্যাপ

এরপর ৫ ডিসেম্বর তিনি করোনায় আক্রান্ত হয়ে আম্বালার সিভিল হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হলে রোহতকের পিজিআইএমএস-এ স্থানান্তর করা হয়। এরপর গত ১৫ ডিয়েম্বর সেখান থেকে গুরুগ্রামের মেদান্ত হাসাপাতলে ভর্তি করা হয় অনিল ভিজকে। তখন তাঁক অবস্থা সংকটজনক। এই ঘটনার পরেই কোভ্যাক্সিনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। তবে য়াইহোক যমে মানুষে লড়াইয়ের পর অবশেষে অনিল ভিজের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাই নতুন বছর শুরুর আগেই বাড়িতে ফিরলেন তিনি।