Andhra Pradesh: বিয়ের আগে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে নগ্ন ভিডিয়ো কল তরুণীর, হবু বরের চোখে পড়তেই বিয়ে বাতিল

অনুমতি না নিয়ে বস্ত্রহীন অবস্থায় তরুণীর ভিডিয়ো কল রেকর্ড করে সসাজমাধ্যমে ছাড়ার দায়ে ওই যুবক এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার।

Representational Image (Photo Credit: File Photo)

বিজয়ওয়াড়া, ২৪ জুনঃ বিয়ের আগে ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ভিডিয়ো কলে কথা বলার সময়ে পোশাক খোলেন তরুণী। নগ্ন অবস্থায় মহিলার ভিডিয়ো রেকর্ড করে সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল করেন যুবক। হবু স্ত্রীর নগ্ন ভিডিয়ো চোখে পড়তেই বিয়ে থেকে বেঁকে বসলেন বরযাত্রী। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কৃষ্ণা জেলায় ঘটে গেল সেই ঘটনা। অনুমতি না নিয়ে বস্ত্রহীন অবস্থায় তরুণীর ভিডিয়ো কল রেকর্ড করে সসাজমাধ্যমে ছাড়ার দায়ে ওই যুবক এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার।

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ২৬ বছরের ওই তরুণীর সঙ্গে অভিযুক্ত যুবকের পরিচয় হয়েছিল সোশ্যাল মিডিয়াতেই। সেখান থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। একে অন্যের ফোন নম্বর দেওয়া নেওয়া করেন তাঁরা। নিত্য কথা শুরু হয় ফোনে। মাঝে মধ্যে চলত ভিডিয়ো কলও। এমনই একদিন ভিডিয়ো কল চলাকালীন তরুণীকে পোশাক খুলতে বলেন ওই যুবক। ঘনিষ্ঠ বন্ধুর অনুরোধ ফেলতে পারেনি সে। বন্ধুর কথায় ভিডিয়ো করে পোশাক খোলেন তরুণী। এরপরেই সেই সমস্ত মুহূর্ত চুপিচুপি রেকর্ড করতে থাকেন অভিযুক্ত।

এরপর যখন মেয়েটির পরিবার তাঁর বিয়ের ঠিক করেন পরিস্থিতি তখন থেকে বদলাতে শুরু করে। অন্যত্র বিয়ে করলে তাঁর নগ্ন ভিডিয়ো কলের রেকর্ডিং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকি দিতে থাকেন ওই যুবক। ১৪ জুন বিয়ের দিন পাকা হয় যুবতীর। বিয়ের ঠিক আগের দিন হবু বরের কাছে ওই নগ্ন ভিডিয়ো পাঠান অভিযুক্ত। সেই ভিডিয়ো দেখা মাত্রই বিয়ে ভাঙার সিদ্ধান্ত দেয় ছেলের বাড়ির তরফে। মেয়ের বাড়িতে ফোন করে জানিয়ে দেয় সিদ্ধান্তের কথা।

এরপরেই পুলিশের দারস্ত হন তরুণীর পরিবার। ওই যুবক এবং তাঁর দুই বন্ধুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁরা। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করেছেন অভিযুক্তদের।



@endif