Andhra Pradesh: অন্ধ্রের কাড়াপ্পায় হড়পা বান, পুজো দিতে গিয়ে মৃত্যু ৩ জনের, ভেসে গেলেন বহু
শুক্রবার ছেয়েরু নদী তীর সংলগ্ন মন্দিরে আজ জড়ো হন বেশ কিছু মানুষ। ওই সময় আচমকা হড়পা বানের জেরে ভেসে যান মন্দিরে আসা বহু পূণ্যার্থী।
বিশাখাপত্তনম, ১৯ নভেম্বর: একটানা বৃষ্টির সঙ্গে এবার হড়পা বানের (Flash Flood) তাণ্ডব। যার জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। ভেসে গিয়েছেন আরও অনেকে। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) কারাপ্পা জেলার (Kadapa district) ওই ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে।
রিপোর্টে প্রকাশ, শুক্রবার ছেয়েরু নদী তীর সংলগ্ন মন্দিরে আজ জড়ো হন বেশ কিছু মানুষ। ওই সময় আচমকা হড়পা বানের জেরে ভেসে যান মন্দিরে আসা বহু পূণ্যার্থী। নদী বাঁধ ক্রমশ কমজুরি হওয়াতেই আচমকা হড়পা বানের জেরে কাড়াপ্পা জেলায় ওই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: Farm Laws: নির্বাচন সামনে, পরিস্থিতি ভাল না বুঝেই প্রত্যাহার ৩ কৃষি আইন, মোদীকে কটাক্ষ প্রিয়াঙ্কার
ঘটনার পরপরই এনডিআরএফ (NDRF) এবং এসডিআরআফের (SDRF) কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান। যাঁরা ভেসে যান হড়পা বানের জেরে, তাঁদের খোঁজ চালানো হচ্ছে। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি কাড়াপ্পার জেলাশাসকের সঙ্গে কথা বলছেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে। উদ্ধার কাজে যাতে কোনও অসুবিধা না হয়, সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর তরফে।