Andhra Pradesh Shocker: অটো রিক্সার গাড়ির উপর পড়ল হাই টেনশন বিদ্যুতের তার, জীবন্ত দগ্ধ ৮

অটো রিক্সার উপর হাই টেনশন বিদ্যুতের তার (High Tension Power Lines) ছিড়ে পড়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৮ জনের। মৃতরা সকলেই মহিলা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সত্যসাইতে (Satyasai)। জানা গিয়েছে, মৃতরা সবাই খেতমজুর। যারা গুন্ডামপল্লি (Gundampalli) থেকে ওই জেলারই চিল্লাকোন্ডায়াপল্লিতে (Chillakondayyapalli) মিষ্টি চুনের খামারে কাজ করতে যাচ্ছিলেন।

অমরাবতী, ৩০ জুন: অটো রিক্সার উপর হাই টেনশন বিদ্যুতের তার (High Tension Power Lines) ছিড়ে পড়ে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৮ জনের। মৃতরা সকলেই মহিলা বলে জানা যাচ্ছে। দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) সত্যসাইতে (Satyasai)। জানা গিয়েছে, মৃতরা সবাই খেতমজুর। যারা গুন্ডামপল্লি (Gundampalli) থেকে ওই জেলারই চিল্লাকোন্ডায়াপল্লিতে (Chillakondayyapalli) মিষ্টি চুনের খামারে কাজ করতে যাচ্ছিলেন।

জীবিত একজনকে ধর্মভারম শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। একটি মামলা দায়ের করে তারা তদন্ত শুরু করেছে।